মুহাম্মাদ বিন ছালেহ আলে উছাইমীন রহঃ জীবনী pdf ডাউনলোড। অন্ধকার প্রদোষের দীপ্ত তারকার ন্যায় সমকালীন বিশ্বে যে কজন মহামনীষী স্বীয় জ্ঞান মহিমায় উদ্দীপ্ত হয়ে রয়েছেন প্রতিনিয়ত, যারাঁ তাদেরঁ হেদায়াতের আলোকবর্তিকা দ্বারা বিশ্বজগতকে আলোকিত করার সর্বাঙ্গীন প্রচেস্টা চালিয়ে গেছেন, তাদেঁর মধ্যে অন্যতম হলেন মুসলিম বিশ্বের সর্বজন শ্রদ্ধেয় পন্ডিত শায়খ মুহাম্মাদ বিন ছালেহ বিন মুহাম্মাদ বিন উছমান রহঃ।
আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, তিনিও সম্প্রতি তারঁ দুই অনুসরণীয় ব্যক্তিত্ব শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায এবং শায়খ নাছিরুদ্দীন আলবানীর সহযাত্রী হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিলাহি.,. তারঁ মৃত্যুতে আমরা পিতৃহারার বেদনা অনুভব করছি। আমরা শোকভিভুত ও আবেগ আপ্লুত এই কারণে যে, আমরা তারঁ দ্বীনী খেদমত থেকে চিরকালের জন্য ইয়াতীম হয়ে গেলাম। আল্লাহ পাক তাদেরঁকে জান্নাতুল ফেরদৌস নছীব করুন। আমীন!!।
আরও দেখুনঃ মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী pdf বই ডাউনলোড
দীর্ঘ পাচঁ দশক ধরে তিনি তারঁ অনিরুদ্ধ লেখনী আর সমাধান মূলক ওজস্বিনী বক্তব্যের মাধ্যমে যে বিশাল জ্ঞানের সাক্ষর রেখেছেন, তার প্রতিটি অনুরণনে অনুরণিত মুসলিম হৃদয়ে তিনি চির জাগরুক হয়ে থাকবেন। জ্ঞানের যে আলোকিত রাস্তায় তারঁ পদচারণা ছিল, সে পথকে আকঁড়ে ধরে তিনি জীবনের শেষদিন পর্যন্ত অতিবাহিত করেছেন।
তিনি যখন মারা যান তখন তার মৃত্যুর সংবাদ শুধু মাত্র দুএকটি ধর্মীয় পত্রিকায় প্রকাশ হয়েছিল।
দুঃখজনক হলেও সত্য যে, দেশের দুএকটি ধর্মীয় পত্রিকা ছাড়া অন্য কোন পত্রিকা এই সংগ্রামী মনীষীর মৃত্যু সংবাদ পর্যন্ত উল্লেখ করেনি। কিছুটা দেরীতে হলেও আমরা বাংলা ভাষা-ভাষী ভািই- উপকারার্থে সংক্ষিপ্তাকারে তারঁ কর্মময় জীবন সম্পর্ক আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ ।
আরও দেখুনঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহঃ জিবনী বই ডাউনলোড
তারঁ লক্বব ছিল ওয়াহাইবী ও তামীমী। কুনিয়াত ছিল আবু আব্দুল্লাহ। পুরা নাম আবু আব্দুল্লাহ মুহাম্মাদ বিন ছালেহ বিন মুহাম্মাদ বিন উছমান তামীমী আলে উছাইমীন। তিনি ১৩৪৭ হিজরীর ২৭ রামাযান মোতাবেক ১৯২৭ খৃষ্টাব্দে সঊদী আরবের আল-ক্বাছীম প্রদেশের উনাইয়া নগরীর উশাইক্বির নামক স্থানে জন্মগ্রহণ করেন। তারঁ পিতৃপুরুষগণ নাজদ থেকে এসে এখানে বসতি স্থাপন করেন।
নাজদের ইলমী এবং ফিকহী জ্ঞানে সমৃদ্ধ গোত্র আলে উছাইমীন, আলে হাসান, আলে ক্বাযী, আলে বাসলাম, আলে মুক্ববিল, আলে যাখের প্রভৃতি গোত্রসমূহ শায়খুর ইসলাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব নাজদী তামীমীর দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে হাম্বলী মাযহাব ছেড়ে সালাফী দাওয়াতের স্তম্ভে পরিণত হয়। তন্মধ্যে আলে উছাইমীন গোত্রর আধুনিক কালের দীপ্ত প্রতিভা ছিলেন শায়খ মুহাম্মাদ বিন ছালেহ রহঃ।
আরও দেখুনঃ শাইখ মুহাম্মাদ মাহমুদ আলী রহ. pdf বই ডাউনলোড
নিচে মুহাম্মাদ বিন ছালেহ আলে উছাইমীন রহঃ জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.48 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now