মূসা আঃ ব্যক্তিত্ব-দা’ওয়াহ
মূসা আঃ ব্যক্তিত্ব-দা’ওয়াহ pdf বই ডাউনলোড।মহান আল্লাহ তাআলা সকল নবী-রাসুলকে দুটি বিষয় সম্পাদনের জোরালো নির্দেশ প্রদান করেছেন এবং উম্মতগনকে সে বিষয়ের প্রতি দাওয়াত দেয়ার জন্য বিশেষভাবে তাকিদ দিয়েছেন। মহান আল্লাহ বলেন, আপনার পূর্বে আমি যে রাসুলই প্রেরণ করেছি তাকে এ আদেশই প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই, সুতরাং আমারই ইবাদত কর।
এবং কি মূসা আলাইহিস সালাম এর অন্তর্গত একজন মহাসম্মানিত রাসুল ছিলেন। তিনি ইংরেজী বাইবেল মোশাস ও হিব্রু বাইবেল মোশী নামে উল্লেখিত। কিবতী ভাষায় ‘ম’অর্থ পানি, ‘শা’অর্থ গাছ। তিনি যে বাক্সে ছিলেন তা গাছ থেকে তৈরি ও তা পানিতে পাওয়া গিয়েছিল বলে তার উক্ত নামকরণ করা হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুল সংশোধন pdf বই ডাউনলোড
- আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড
- আহকামে কুরবানী pdf বই ডাউনলোড
- নূহ আঃ দা‘ওয়াহ pdf বই ডাউনলোড
- বিশ্বসেরা মুসলিম বিজ্ঞানী pdf বই ডাউনলোড
যাদের কে আল্লাহ আদেশপ্রাপ্ত করেছেন।
উক্ত আদেশপ্রাপ্ত নবী-রাসুলগণের মাঝে পাচঁজনকে মহান ও শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করা হয়। তারা হলেন,
১। নূহ আলাইহিস সালাম
২। ইব্রাহিম আলাইহিস সালাম
৩। মূসা আলাইহিস সালাম
৪। ঈসা আলাইহিস সালাম
৫। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলোচ্য প্রবন্ধে মূসা আলাইহিস সালাম এর ব্যক্তিত্ব ও দা’ওয়াহ কার্যক্রম অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বিবৃত হলো।
অপর বর্ণনায় এসেছে, মূসা হিব্রু শব্দের মূশা হতে উদ্ভুত, যার অর্থ নাজাতদানকারী। তিনি যেহেতূ বনী ইসরাঈলকে চারশত বছরের গোলামী হতে নাজাত দান করেন সেজন্য তার উক্ত নামকরণ করা হয়েছে। ইঞ্জিলে মূসা শব্দটি এভাবে এসেছে, যার অর্থ পানি হতে সংগৃহীত।
যেহেতু ফেরআউন কন্য অথবা তার স্ত্রী তাকে নীল নদ হতে সংগ্রহ করেছিল, সে জন্যে উক্ত নামে নামকরণ করা হয়েছে । তার উপাধি হল কালিমুল্লাহ তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন।
এ মর্মে পবিত্র কুরআনে এসেছে আর আল্লাহ তায়ালা মূসা আলাইহিস সালাম এর সাথে সরাসরিই কথা বলেছেন। এ ছাড়াও হাদীসে আদম আলাইহিস সালাম তারঁ এ উপাধির স্বীকৃতি দিয়েছেন।
নিচে মূসা আঃ ব্যক্তিত্ব-দা’ওয়াহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ দাওয়াহ সম্পর্কিত হাদীস বইয়ের সাইজঃ 1.61 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ ড. আব্দুল কাদের অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ