মোগল যুগের বিচার pdf বই ডাউনলোড। ১৫২৬ খ্রিষ্টাব্দে পাঠান সুলতান ইবরাহীম লোদীকে পরাজিত করে দিল্লীর সিংহাসন অধিকার করেন সম্রাট বাবর। এ সময় থেকে ১৭০৮ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের ইন্তেকাল পর্যন্ত ১৮১ বছর উপমহাদেশে কার্যকর মোগল শাসন প্রতিষ্ঠিত ছিল। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর থেকে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান ও আওরঙ্গজেব পর্যন্ত সকলেই সাম্রাজ্য শাসনের অংশ হিসেবে বিচার ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন।
জানা যায়, বাগদাদের আব্বাসীয় খলীফা- দের অনুকরণে মোগল বাদশাগণ তাদের আদালত পদ্ধতি গঠন করেন। তারা একই ধরণের কর্মপদ্ধতি, অনুসরণ, এমনকি একই ধরণের নামও গ্রহণ করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মোগল সম্রাট আওরঙ্গজেব pdf বই ডাউনলোড
- ইসলামি রাজনীতি কি ও কিভাবে pdf বই ডাউনলোড
- জিহাদের ইসলামী নীতি pdf বই ডাউনলোড
- জিহাদের ইসলামী নীতি pdf বই ডাউনলোড
- লেনদেন ও বিচার pdf বই ডাউনলোড
সাম্রাজ্যের অধিবাসীরা ছিল মুসলিম ও অমুসলিম উভয়ে-ই । মুসলিমদের বিচনার হতো ইসলামী মূল্যবোধের আওতায়, কিন্তু অমুসলিমদের বিচার তাদের নিজেদের ধর্মীয় বিশ্বাসের নীতি মোতাবেক করা হতো। মোগল সম্রাটগণ অমুসলিমদের উপর কখনো ইসলামী মূল্যবোধ চাপিয়ে দেয়ার চেষ্টা করেন নি। এটি ছিল মোগল যুগের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য।
মোগল যুগে যেসব নীতি ও আদর্শের ভিত্তিতে বিচার ব্যবস্থা পরিচালিত হতো তা হলোঃ বদন্যতা, নিরপেক্ষ বিচার, ফৌজদারি প্রশাসন ব্যবস্থায় ব্যক্তিগত পরিদর্শন , দ্রুত বিচারকার্য সম্পাদন, অপরাধী দমনের উপর গুরুত্ব প্রদান এবং জনগণের আস্থা অর্জন ও বিচারের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা। তবে তাদের বিচার ব্যবস্থার সবচেয়ে ত্রুটিপূর্ণ যে দিকটি ছিল তা হলো দেশে বিচারের কোন সুনির্দিষ্ট পদ্ধতি ও লিখিত আইন ছিলো না।
তা সত্ত্বেও বিশাল মোগল সাম্রাজ্য জুড়ে নিরপেক্ষ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত ছিল এবং তাদের বিচার ব্যবস্থা যে সমকালীন বিশ্বে উন্নত ও কার্যকর বিচার ব্যবস্থা হিসেবেই সুখ্যাতি লাভ করেছিল, সে কথা অনস্বীকার্য। মোগল যুগে সম্রাটগণ কিভাবে বিচার করতেন, এতদসংক্রান্ত সম্রাটগণের অনুসৃত নীতি ও পদ্ধতি বিষয়ে বাংলাদেশে তেমন কোন গ্রন্থ ইতঃপূর্বে রচিত হয়নি। আইন ও ন্যায়বিচারের ক্ষেত্রে আধুনিক ধ্যান-ধারণার সাথে মোগলদের ধ্যান- ধারণার কোন মূলগত পার্থক্য ছিল না।
তবে পারিপাশ্বির্ক অবস্থা এবং অন্যান্য নানাবিধ কারণে এ ব্যাপারে তাদের দুর্বলতার পরিচয় পাওয়া যায়। আধুনিক রাষ্ট্রের একটা অন্যতম কাজ হলো শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়বিচার পরিচালনা করা। অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য এবং নগরের বাসিন্দাদের জান-মাল রক্ষার ব্যাপারে মোগল সম্রাটগণ অত্যন্ত সচেতন ছিলেন সন্দেহ নেই।
নিচে মোগল যুগের বিচার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.66 MB |
প্রকাশ সালঃ | ১৯৮০ |
বইয়ের লেখকঃ | আবু জাফর |
অনুবাদঃ |