মোনাজাতে মকবুল pdf বই ডাউনলোড। দোয়া এত জরুরী এবং ফযীলতের জিনিস হওয়া সত্ত্বেও আমরা এ সম্বন্ধে অনেক তাচ্ছিল্য ও অবহেলা করিতেছি। আম লোকের ত কথাই নাই, বিশেষ লোকেরও দোয়ার দিকে যতটা মনোযোগ দেওয়া উচিত ছিল ততটা দিতেছেন না। অন্যান্য সময় দূরের কথা, পাঞ্জেগানা নামাযের পরে যে দোয়া করা হয়, তাহাও শুধু মুখস্ত গদবাধা পড়িয়া দেওয়া হয়, অর্থের দিকে আদৌ লক্ষ্য করা হয় না, ভক্তি ও মনোযোগের সহিত খোদার দরবারে যেমন কাকুতি-মিনতি করিয়া মন গলাইয়া ভিক্ষা চাওয়ার ভাব ভঙ্গিমায় কাতর স্বরে প্রার্থনা করা উচিত ছিল, সেরূপ আদৌ করা হয় না।
খোদার দরবারে যে যত চায়, ততই তিনি সন্তুষ্ট হন এবং যে না চায় বা অভক্তি ও তাচ্ছিল্যর সঙ্গে চায় তাহাতে তিনি অসন্তুষ্ট হন। অথচ সে কথা আমাদের আদৈৗ মনে থাকে না। দুনিয়ার কোন একটি কাজের জন্য আমরা যতদূর যত্ন লইয়া থাকি আল্লাহর বদান্যতার দ্বার সর্বদা উন্মুক্ত থাকা সত্ত্বেও তাহাঁর দরবারে দরখাস্ত দিতে আমরা যতটুকু যত্নবান হই না।
আরও ইসলামিক বই দেখুন:
- এহইয়াউ উলুমিদ্দীন ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- অসুস্থ মানুষের জন্য দোয়া pdf বই ডাউনলোড
- জান্নাত লাভের সহজ আমল pdf বই ডাউনলোড
- সালাতের পর দোয়া পিডিএফ ডাউনলোড
- আল্লাহ রাসুল সম্পর্কে আকিদা pdf বই ডাউনলোড
দুনিয়অর সব তদবীর চেষ্টা আমরা করি, কিন্তু সব তদবীরের কলকাঠি যাঁহার হাতে, সব চেষ্টা ফলবতী হয় যাহারঁ ক্ষমতায়, তাহার নিকট আমরা অন্তরের সহিত রুজু হই না। ফলকথা এই যে, দোয়া সম্বন্ধে আমরা অনেক ত্রুটি করিতেছি।
প্রথমত: এই যে, শুধু মসীবতের সময় দোয়া করি, মুসীবত সরিয়া গেলে শেষ আর স্মরণ থাকে না। দ্বিতীয়ত: এই যে , মুসীবতের সময় শাহী দরবারে শিখান দোয়া গুলি আমরা অবলম্বন করি না- অন্যান্য অযীফা ও আমালিয়াতের দ্বারা কার্য সমাধা করিতে চাই। তৃতীয়ত: অর্থ বুঝিয়া অর্থের দিকে খেয়াল রাখিয়া মন গলায়া ভক্তি ও মনোযোগের সহিত দোয়া করি না। চতুর্থত; দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস এবং দোয়া ফলবতী হওয়ার বিশ্বাস থাকিলে যেরূপ মনে সাহস ও উৎসাহ হওয়া উচিত ছিল তদ্রুপ হয় না।
পঞ্চমত: দোয়া কবুল হইতে দেরী দেখিলে বিরক্ত হইয়া দোয়া করা ছাড়িয়া দেওয়া হয়- যেন খোদাকে জলদি দেওয়ার জন্য চাপ দেওয়া হয় তওবা ! তওবা! এতদ্ব্যতীত দোয়া কবুল হওয়ার আরও যে সব শর্ত আছে তাহাও পূরণ করা হয় না। যথা-হাদীছে আছে অর্থাৎ মন অন্য দিকে থাকলে তাহার দোয়া আল্লাহ কবুল করেন না। হারাম খোরাক-পোশাক থাকিলে তাহার দোয়া কবুল হয় না।
আমর-বিল মারূপ, নেহি আনিল মুনকার তবলীগের কাজ ছাড়িয়া দিতে দোয়া কবুল হয় না, ইত্যাদি ইত্যাদি। এই ত্রুটি সংশোধনার্থে মুসলমান ভাইয়ের হিতার্থে আল্লাহর কালাম এবং রসূলুল্লাহর হাদীছ হইতে সব রকমের মকছুদ প্রার্থনার এবং সব রকমের বালা-মুসীবত হইতে মুক্তি লাভ করিবার জন্য কতকগুলি দোয়া এখানে একত্রিত করিয়া দেওয়া হইল।
নিচে মোনাজাতে মকবুল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হামিদিয়া লাইব্রেরী লিমিটেড |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.10 MB |
প্রকাশ সালঃ | ২০০৫ |
বইয়ের লেখকঃ | মাওলানা আশরাফ আলী থানভী রহ |
অনুবাদঃ | শামছুল হক ফরিদপূরী রহ: |