ম্যাসেজ মিজানুর রহমান আজহারি pdf বই ডাউনলোড । ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়।
ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আতমআকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি।
এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল করুন বা সর্বোত্তম যুগ।
কিন্ত হায়“ অজ্ঞতা ও অবহেলার কালো গেশে সেই সূর্য আজ মেঘলুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমুর্ষূপ্রায় মানবতা।
নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ পূর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া। যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিষে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন – ‘ম্যাসেজ’।
ম্যাসেজ pdf বই এর বিশেষত্ত্ব কী?
গ্রন্থটির বিশেষত্ত্ব কী? বিশেষত্ব হলো – সহজ কথা সহজ করে বলার নান্দনিকতা। প্রয়োজনীয় কথামালার প্রাঞ্জল ও অনুপম উপস্থাপনার বিশেষ গুন সবার থাকে না।
আল্লাহ রাব্বুল আলামিন তরুণ আলিক, চিন্তক ও গবেষক মিজানুর রহমান আজহারি সাহেবকে এই গুণে গুণান্বিত করেছেন, আলহামদুলিল্লাহ! প্রজন্মের ভাষা বুঝে কথা বলার এক অনন্য স্টাইল তাঁকে সাধারণমুসলিম হৃদয়ের গহিনে বিশেষ জায়গা করে দিছে। টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি জনপদ তাঁকে সাদর সম্ভাষণ জানিয়ে বরণ করে নিয়েছে।
যারা ভালো বলেন, তারা ততটা ভালো লিখতে পারেন না -এমন একটি মিথ সমাজে খুবই প্রচলিত। কিন্তু এই মিথ যেন আত্মসমর্পণ করেছে এই গ্রন্থের শব্দ-বুননে। পান্ডুলিপি হাতে পেয়ে আমরা বিস্মিত হয়েছি বেশ!
আরও ইসলামিক বই দেখুনঃ
- ঘরে বসেই সার্টিফিকেটের নাম ও বয়স সংশোধন করুন ( A to Z)
- শব্দার্থে কুরআনুল মাজীদ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
- পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই ডাউনলোড
- মুহাম্মাদ আব্দুর রহমান মুবারকপুরী রহঃ pdf বই ডাউনলোড
- এসো জান্নাতের পথে pdf বই ডাউনলোড
বইটি নিয়ে কাজ করতে গিয়ে উপলদ্ধি করেছি, সফল মানুষেরা কেন সফল হয়ে ওঠে। আল্লাহর স্পেশাল দয়া ও রহমত তো বটেই, একই সঙ্গে অধ্যবসায়, ত্যাগ, বিনয় আর কাটিন পরিশ্রমই যে একজন মিজানুর রহমান আজহারিকে তৈরী করেছে – তা এই ক্ষুদ্র কাজটি করতে গিয়েই গভীর ভাবে উপলদ্ধি করেছি।
রাতের পর রাত জেগে, সকল কর্মব্যস্ততাকে পাশে ঠেলে, অনেক সুযোগ-সুবিধা ত্যাগ করে তিনি বইটির পেছনে যেভাবে সময় দিয়েছেন, তাতে অভিভূত না হয়ে পারিনি। আমরা যতবার স্বরণ করেছি, ততবারই তিনি হাসিমুখে সাড়া দিয়েছেন।
গ্রন্থটির নাম – ম্যাসেজঃ আধুনিক মননে দ্বীনের ছোঁয়া। এখানে ১২ টি ম্যাসেজ জাতির সামনে তুলে ধরা হয়েছে – যা এই সময়ে, এই প্রজন্মের জন্য জরুরি।
নিচে ম্যাসেজ মিজানুর রহমান আজহারি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | গার্ডিয়ান প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 27.4 MB |
প্রকাশ সালঃ | 2021 |
বইয়ের লেখকঃ | মিজানুর রহমান আজহারি |
অনুবাদঃ |