যাকাতুল ফিতর ও উশর
যাকাতুল ফিতর ও উশর pdf বই ডাউনলোড। যাকাতুল ফিতর কী? উত্তর: এটি একটি যৌগিক শব্দ যা যাকাত ও ফিতর এর সমন্বয়ে গঠিত। সুতরাং যাকাতের আভিধানিক অর্থ-বৃদ্ধি পাওয়া, পবিত্রতা লাভ করা এবং প্রশংসা অর্থেও ব্যবহার হয়ে থাকে।
আর ফিতরের অর্থ হল রোযা ভঙ্গকরণ, সৃষ্টি করা, বিদীর্ণ করা ইত্যাদি। যাকাতুল ফিতরের শরয়ী অর্থ হল: রোযা পালনকারীর বেহুদা কথা-বার্তা ও অশ্লীলতার কাফফারা হিসেবে এবং মিসকীনদের আহারে ব্যবস্থার জন্য নির্দিষ্ট সময়ে শেষ রোযা পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট পরিমাণে যে মাল (খাদ্য দ্রব্য) দেয়া হয় তাকে যাকাতুল ফিতর বলা হয়।
আরও দেখুনঃ আদাবুল মুফরাদ pdf বই ডাউনলোড
ফিতরের অন্যান্য নাম কী? উত্তরে: বিভিন্ন হাদীসের বর্ণনা থেকে ফিতরার বিভিন্ন নাম পরিলক্ষিত হয় যা নিম্নে তুলে ধরা হল: ১। সাদাকাতুল ফিতর (ভঙ্গ করার দান) ২। যাকাতুল ফিতর (ভঙ্গ করার যাকাত) ৩। যাকাতু রমাযান (রমাযানের যাকাত) ৪। যাকাতুস আবদান (দেহের যাকাত) ৫। যাকাতুস সওম (রোযার যাকাত) ৬। সাদাকাতুর রুউস (মথাপিছু সাদাকাহ্)।
যাকাতুল ফিতরের ধর্মীয় অবস্থান বা হুকুম কী? যাকাতুল ফিতরের অবস্থান বা হুকুম হল: সকল মুসলিম ক্রীতদাস, আযাদ পুরুষ ও নারী এবং ছোট-বড় সকলের উপর যাকাতুল ফিতর আদায় করা ফরয। যাকাতুল ফিতর কখন ফযর হয়? দ্বিতীয় হিজরী সনে রামাযান মাসে ঈদুল ফিতরের দুদিন আগে যাকাতুল ফিতর ফরয হয়।
আরও দেখুনঃ তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড pdf বই ডাউনলোড
যাকাতুল ফিতর ফরয হওয়ার হিকমাত বা তাৎপর্য কী? উত্তরঃ যাকাতুল ফিতর ফরয হওয়ার হিকমাত বা তাৎপর্য নিম্নরূপ: ক. রোযা পালনকারীর বেহুদা কথা-বার্তা ও অশ্লীলতার কাফফারাহ এবং মিসকীনদের আহারে ব্যবস্থা। খ. আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে যে, বান্দা তারঁ ফরযকৃত রোযা পূর্ণ করতে পরেছে।
গ. ফিতরার মধ্যে আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ নিহিত আছে। আমরা রোযা রেখে অনেক সময় ইসলামী শরীয়ত বিরোধী ছোট-খাটো- ভূল-ত্রুটি করে থাকি। যাকাতুল ফিতর এসব পাপের সংশোধন করে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি অর্জন করে, যার ফলে আমাদের অপূর্ণ রোযাকে পূর্ণ করে।
আরও দেখুনঃ মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড
নিচে যাকাতুল ফিতর ও উশর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 2.34 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ নোমান আলী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ