যাদের ইবাদত কবুল হয় না pdf বই ডাউনলোড। সৃষ্টির সেরা মানুষ জাতি। তাই এ জাতির শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীন মানুষের প্রতি যে ঐশী বিধান অবধারিত করে দিয়েছেন তা হল ইবাদত। কেননা মানুষ যেহেতু আল্লাহর দাস সে হিসাবে দাসের দাসত্ব সঠিকভাবে সম্পাদন করাই একান্ত বাঞ্চনীয় বিষয়।
আল্লাহ তাআলা যে মহামনিব তারঁ নির্দেশ মতই তারঁ দাসত্ব প্রতিপালন করতে হবে অণ্যথায় সৃষ্টিকর্তা আল্লাহ বান্দার দাসত্ব বা ইবাদত গ্রহণ করবেন না। আর সারা জীবন দাসত্ব করার পর যদি তা আল্লাহর কাছে গ্রহনীয় না হয় তাহলে এর চাইতে পরিতাপের বিষয় আর কি হতে পারে।
আরও ইসলামিক বই দেখুন:
- আল্লাহ রাসুল সম্পর্কে আকিদা pdf বই ডাউনলোড
- নামাজ কেন কবুল হয় না pdf বই ডাউনলোড
- আমার সিয়াম কবুল হবে কি pdf বই
- হজ ও উমরাহ গাইড pdf বই ডাউনলোড
- আমল ও ইবাদত pdf বই ডাউনলোড
বান্দার সারা জীবনের ইবাদত যাতে ত্রুটিমুক্ত তথা নির্ভেজাল ও খাটিঁ হয় এ দৃষ্টিকোণ থেকে চিন্তা-ভাবনা করে আমার একান্ত স্নেহভাজন ছাত্র আহসানুল্লাহ বিন সানাউল্লাহ যাদের ইবাদত কবুল হয় না। শীর্ষক প্রবন্ধাকারে এই পুস্তকেক যেসব বিষয়ের অবতারণা করেছে তা প্রত্যেকটি তাওহীদবাদী সঠিক ইবাদত সম্পাদনকারীর জন্য অত্যাবশ্যক বলে আমি মনে করি।
এ ক্ষুদ্র পরিসর পুস্তকটির পান্ডুলিপি আমি আদ্যোপান্ত পাঠ করে এ সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমার স্নেহধন্য ছাত্রটির আন্তরিক প্রয়াস এ পুস্তকটি পাঠে অনেক ইবাদতকারীই যথেষ্ট উপকৃত হতে পারবে এবং আল্লাহ যেন তার এ শ্রমকে কবুল করেন আর এ পুস্তকটি যাদের সাহায্য সহযোগিতায় মূদিত হতে যাচ্ছে ।
এবং মুদ্রণোত্তর পাঠক-পাঠিকাদের কিঞ্চিৎ উপকারে আসলেও তা যেন তার ইহকাল-পরকালে সার্বিক কল্যাণ সাধিত হয় এটাই মহান রাব্বুল আলামীনের শাহী দরবারে কামনা করি আমীন। আশা করি আপনাদের বইটি অনেক উপকৃত হবেন। আমরা কিছু হাদীস কিছু মাসআলা জানব যার মধ্যে আমাদের ভুল ত্রুটি আমরা নিজেরাই সমাধান করতে পারব। আশা করি উপকৃত হবেন। যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে যাদের ইবাদত কবুল হয় না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 19.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আহসানুল্লাহ বিন সানাউল্লাহ |
অনুবাদকঃ |