যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে pdf বই ডাউনলোড। কোনো প্রকার রক্তারক্তি ছাড়াই গোটা একটা জাতিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। একটা জাতিকে মেধার দাসত্ব করাতে পারলে শারীরিক দাসত্বটা সহজেই পাওয়া যায়। বিশেষ করে অন্য কোনো দুর্বল জাতির প্রতি পরাশক্তি কর্তৃক যেকোনো অবৈধ পদক্ষেপকে বুদ্ধিবৃত্তিকভাবে দাসে পরিণত হওয়া দুর্বল জাতির অধিকাংশ মানুষ সমর্থন করে। অন্য কোনো দুর্বল জাতি পরাশক্তির দ্বারা আক্রমণের শিকার হলে মেধার দাসত্বের শিকলে বন্দি দুর্বল জাতি সেটার বিরোধিতা করে না; বরং পক্ষাবলম্বন করে।
এমনকি শাসক-সংশ্লিষ্ট নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানেও দুর্বল জাতির অধিকাংশ মানুষ পরাশক্তির হস্তক্ষেপ কামনা করে। আর এটাই হলো পরাশক্তির মোক্ষম হাতিয়ার। সমস্যা সমাধানের নাম করে সেই দুর্বল জাতির ওপর চাপিয়ে দেয় নতুন শাসক নামক এক দালালকে। সাধারণ মানুষ তো মনে করে, বোধ হয় সবকিছুই ঠিকঠাকমতো চলবে এখন থেকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফিতনার যুগে মুজাহিদদের প্রতি নসিহত pdf বই ডাউনলোড
- শেষ দিবস pdf বই ডাউনলোড
- কেসাস অসিয়ত ও রোযা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
বস্তুত নিজ স্বাধীন দেশ বা ভূখণ্ডটা যে পরোক্ষভাবে পরাধীন হয়ে গেল, সেটা তারা টেরই পায় না। টের পায় বটে; তবে তখন বড্ড দেরি হয়ে যায়। তা ছাড়া কোনো স্বাধীন ভূখণ্ড দখলে নিতে চাইলে সেখানে সামরিক আক্রমণ ব্যয়বহুল, ক্ষয়ক্ষতি ও হাঙ্গামা বেশি হয়। ফলে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয় বেশি। এতে করে পরাশক্তিদের অপকর্মগুলো সবার দৃষ্টিগোচরে চলে আসে। নিন্দার ঝড় শুরু হয়। তাই দালাল দিয়ে কোনো দুর্বল জাতিকে নিয়ন্ত্রণ করাটা বেশ নিরাপদ।
অর্থাৎ, লুঙ্গি না ভিজিয়ে মাছ ধরা। এককথায় যাকে বলে—ধরি মাছ না ছুঁই পানি।
বিজিত জাতির অনুকরণ করার সাধ মনে জাগতেই পারে। যেহেতু প্রতিটি জাতির কিছু না কিছু ভালো দিক থাকে। তাই বিজিত জাতির কাছ থেকে ভালো কিছু গ্রহণ করাটা দোষের কিছু নয়। মানবতার কল্যাণে খারাপকে বর্জন এবং ভালোকে গ্রহণ করার পারস্পরিক এই আদান-প্রদান হতেই পারে। কিন্তু সমস্যা তৈরি হয় অন্ধের মতো অনুসরণ ও অনুকরণ করলে।
উপরন্তু, অন্য জাতির অসুস্থ সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করে সেটার চর্চা করা তো আরও ভয়াবহ রোগের লক্ষণ। এ এক করুন বাস্তবতা! একটা দুর্বল জাতি টেরই পায় না যে, তারা গোটা একটা জাতি অপহৃত হয়ে গেছে। তারা অন্য জাতির চালচলনকে নিজেদের চরিত্র মনে করে নিশ্চিন্তে পথ চলে। ভাবে—এটাই আমাদের আত্মপরিচয়। আরে নিজেদের বৈশিষ্ট্যও যদি মনুষ্যত্বের সাথে অসামঞ্জস্য হয়, তবে সেটাও তো বর্জনীয় হওয়া উচিত। অথচ অন্য জাতির কুস্বভাব, কু-অভ্যাস, কুচরিত্রকে চরিতার্থ করতে কী এক অসুস্থ প্রতিযোগিতা!
নিচে যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | দেশ সম্পর্কিত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 64.2 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | কারিম শাওন |
বইয়ের অনুবাদকঃ |