যা লিকুম খাইরুল লাকুম pdf বই ডাউনলোড। মানুষ জামেউল খালায়েক অর্থাৎ পৃথিবীর সমুদয় সৃষ্টির নমুনার সমন্বয়কারী আর সৃষ্টির কর্তব্য হচ্ছে স্রষ্টার এবাদত করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে আল্লাহর এবাদত করা। আবার মানুষের মধ্যে আল্লাহ কামালাতের নমুনাও আছে, একত্ববাদের নমুনা আছে, নিরাকারত্বের নমুনা আছে, স্বর্বত্র বিরাজমানত্বের নমুনাও আছে।
আল্লাহ জ্ঞানী মানুষকেও জ্ঞান দান করছেন, তিনি হাকীম মানুষকেও হেকমত বিজ্ঞান দান করেছেন তিনি আবিস্কারক মানুষকেও আবিস্কারের ক্ষমতা দিয়েছেন। আল্লাহর কারিগারীর যত নমুনা আছে সব মানুষের মধ্যে বিদ্যামান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল্লাহর দিকে রাসূল এর দাওয়াতের নমুনা pdf বই
- বিশ্বাসের যৌক্তিকতা pdf বই ডাউনলোড
- প্রকৃত আহলে সুন্নাতওয়াল জামায়েত pdf বই ডাউনলোড
- আহলে সুন্নাত ওয়াল জমায়াত pdf বই ডাউনলোড
- রিয়া (লোকদেখানো এবাদত) pdf বই ডাউনলোড
কিন্তু আল্লাহর কাজ এটা নয় যে, তিনি এবাদত করবেন বা কারো কাছে নতশির হবেন, বরং তারঁ নামই হচ্ছে সর্বশ্রেষ্ট, তিনি সবার উর্ধ্বে, তারঁ উর্ধ্বে আর কেউ নেই। মানুষের মধ্যে আল্লাহর কামালাতের যত নমুনা আছে, ওসবের সারমর্ম হচ্ছে এই যে, মানুষ যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ, তাই সে তার শ্রেষ্ঠত্ব তুলে ধরবে, আল্লাহর প্রতিনিধি হবে আর সৃষ্টির উপরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবে।
সঙ্গে সঙ্গেই সৃষ্টির ফরয হবে মানুষকে মেনে চলা, মানুষের অধীনে থেকে নিজেকে ধন্য করা। সুতরাং সৃষ্টির সমস্বয়কারী হিসেবে মানুষের কর্তব্য হচ্ছে নিজের সৃষ্টিকর্তার কাছে নতশির হওয়া। আর স্রষ্টার কামালাতের নমুনার সমন্বকারী হিসেবে তার দায়িত্ব হল সমৃদয় সৃষ্টিকে তার কাছে নতশির করে দেওয়া। মানে, সে ঘোষণা করবে- হে সৃষ্টি আমি তোমাদের উপর রাজত্ব করব, তোমরা আমার সামনে নতশির হও।
এমনি করে মানুষের দুটি দায়িত্ব প্রমাণিত হয়। একটি সৃষ্টির নমুনার সমন্বয়কারী হিসেবে। এবাদত আর একটি স্রষ্টার কামালাতের নমুনার সমন্বয়কারী হিসেবে খেলাফত। এককথায় মানুব সৃষ্টির দুটি উদ্দেশ্য আছে, একটি এবাদত অপরটি খেলাফত। এবাদতের বেলায় নিজেকে স্রষ্টার কাছে নতশির হতে হয় আর খেলাফতের বেলায় সৃষ্টির শৃংখলা, শান্তি, নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন-কানুন প্রয়োগ করতে হয়। সংসার ত্যাগী হয়ে নির্জনে কেবল এবাদত করলে চলবে না, বরং তাকে সৃষ্টি জগতের উপর ন্যায় বিচার এবং শৃংখলা প্রতিষ্ঠিত করতে হবে এটা তারই দায়িত্ব।
একদিকে যেমন বলা হয়েছে অর্থাৎ আমি জ্বিন ও মানবকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে, তারা আমার এবাদত করবে। অপরদিকে হযরত আদম আঃ সম্পর্কে বলেছেন, অর্থাৎ হে আদম! দুনিয়াতে আমি তোমাকে আমার প্রতিনিধি করে পাঠাচ্ছি। তুমি সেখানে গিয়ে আমার হুকুম মত কাজ কর। ক্ষেতে খামারে উৎপাদন কর, বাগান কর, নহর খনন করে সেচ ব্যবস্থা কর, নগর বন্দর আবাদ কর, ন্যায় বিচার সুপ্রতিষ্ঠি কর সৃষ্টিকে শৃঙখলাবদ্ধ কর ইত্যাদি।
নিচে যা লিকুম খাইরুল লাকুম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইবনে ইব্রাহীম |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 8.06 MB |
প্রকাশ সালঃ | ২০০২ |
বইয়ের লেখকঃ | ইবনে মোস্তাক |
অনুবাদঃ |