যুব সমস্যা pdf বই ডাউনলোড। প্রত্যেক জাতির জন্য তার যুব-সমাজ হল সকল প্রগতি ও উন্নয়নের প্রধান স্তম্ভ। যুব- সমাজিই হল জাতির মেরুদন্ডম, জাতির ভবিষ্যৎ এবং আগামীর দীনের আশার আলো। যুব-সমাজ হল জাতি ও উম্মাহর গর্ব। যে যুবক আল্লাহর দ্বীনের আলোকে আলোকপ্রাপ্ত, কিতাব ও সুন্নাহ-ভিত্তিক ইসলামী চরিত্রে চরিত্রবান, পার্থিব জ্ঞান-বিজ্ঞানে প্রগতিশীল। এমন উন্নত যুবককে নিয়েই উম্মাহ গর্ব করে। জীবনে সব শ্রেনীর মানুষেরই সমস্যা আছে। সমস্যা আছে যুবক ও তরুণ-সমাজের।
সে সমস্যা সম্মুখীন হয়ে অনেক যুবকই ঘায়েল হয়ে পড়ে। অথচ সমস্যা যতই জটিল হোক না কেন, চেষ্টা ও পথ জানা থাকলে তার সমাধান সহজ হয়ে যায়। ইসলাম হল সৃষ্টিকর্তা আল্লাহ তাআলঅর নিকট থেকে আসা মানুষের জন্য এক পূর্ন জীবন-বিধান, যাতে আছে জীবনের সব ধরণের সমস্যার সমাধান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সাত যুবকের গল্প pdf বই ডাউনলোড
- জেরুজালেম বিশ্ব মুসলিম সমস্যা pdf বই ডাউনলোড
- দাম্পত্য জিবনের সমস্যা সমাধান pdf বই ডাউনলোড
- বৈবাহিক সমস্যা ও কোরআনের সমাধান pdf বই ডাউনলোড
- যুবকদের কিছু সমস্যা pdf বই ডাউনলোড
কিন্তু দুঃখের বিষয় যে, অজ্ঞানতা অথবা খেয়াল-খুশীবশে বহু যুবক মনে মনে এই ধারণা পোষণ করে যে, জীবনের এটাই হল আনন্দের মুহুর্ত। এ সময়টাই হল স্বাচ্ছন্দ্য ও সুখ লুটা সময়। এরপরে বাধ্যক্য এসে পড়লে জীবনের আর কোন স্বাদ ও সাধ অবশিষ্ট থাকবে না। অতএব এ সময় আমোদ-আনন্দ করে নিয়ে বৃদ্ধ হলে আল্লাহর পূর্ণ আনুগত্য করা যাবে এবং যৌবনকালেল সকল বিষয়ের ক্ষতিপূরণ করে দেওয়া যাবে।
অথচ এমন চিন্তাধারা প্রকৃতত্ব থেকে বহু ক্রোশ দূরে। কারণ মহান সৃষ্টিকর্তার আনুগত্যময় জীবনেই প্রকৃত আনন্দ নিহিতি আছে। কেউ তা মানুক, চাহে না মানুক। আবার এ জীবনের কোন বিকল্প নেই, কোন পরিবর্ত নেই। এ সময় যে আবার ফিলে আসবে তা কোন ক্রমেই সম্ভব নয়। ছোট একটা কবিতা আছে,- ‘যৌবন বসন্ত-সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে।
কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, ফিরে না ফিরে না কভু, ফিরে না যৌবন। এ বয়সের যে মূল্য, মান ও মর্যাদা আছে, তা জীবনের অন্য কোন বয়সে নেই। এ জন্যই কিয়ামতের মাঠে লোকদের অবস্থা যখন সঙ্গিন হবে এবং প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরের সুর্য মাথার উপরে মাত্র এক মাইল দূরে এসে উপস্থিত হবে, তখন মহান আল্লাহ কয়েক শ্রেনীর মানুষকে সম্মানের সাথে তারঁ আরশের নীচে ছাড়া দান করবেন।
এদের মধ্যে এক শ্রেনীল মানুষ হবে সেই যুবকদল যারা তাদের যৌবনকাল আল্লাহর আনুগত্য অতিবাহিত করেছে। সুতরাং ইলাহী এ পুরস্কারের কাছে পার্থিব যে কোনও সুখ ও সম্পদ অতুলনীয়।
তৃতীয়ত: মানুষ কাল কিয়ামত কোর্টে তার আয়ু ও যৌবনকাল কোথায় কিভাবে অতিবাহিত করেছে সে বিষয়ে জিজ্ঞাসিত হবে। তাহলে যে ব্যক্তি তার যৌবনকালকে আল্লাহর অবাধ্য থেকে রঙ্গরসে কাটিয়ে দেবে, সে ব্যক্তি ঐ জিজ্ঞাসার উত্তরে কি বলতে তখন ভাবতে পারেন?।
নিচে যুব সমস্যা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.47 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আব্দুল হামীদ আল মাদানী |
অনুবাদঃ |