যে গল্পে হৃদয় জুড়ে pdf বই ডাউনলোড। নীলাভ আকাশ। কোথাও নেই মেঘের ছটা। বুকে তার পুর্ণিমার চাঁদ।
জোছনার কোমল আভায় লুটোপুটি খাচ্ছে ধরা-প্রকৃতি। নদীর উচ্ছল জলরাশির বুকে রূপালী আলোর ছটা নেচে নেচে এগিয়ে চলছে। পদ্মফুল দোল খাচ্ছে সেই রূপালী আলোর বন্যায়। এক মোহনীয় অপূর্ব সেই দৃশ্য! নজর কেড়ে নেয়, মন ভরে দেয়।
রজনী অনেক হয়েছে । হঠাৎ কি এক আওয়াজে মরিয়মের ঘুম ভেঙ্গে যায়। সে বিছানা ছেড়ে উঠে । ঘরের দেয়ালে কান লাগায় । বুঝতে চেষ্টা করে । আওয়াজটা ছিল খুব ক্ষীণ। তবু মরিয়মের বুঝতে অসুবিধে হয়নি যে, এটা কোনো বস্তুর উপর লোহা দিয়ে পেটানোর আওয়াজ । সে অবাক হয় । ভাবে, এত রাতে কে পেটাচ্ছে? কি পিটাচ্ছে?
আরও ইসলামিক বই দেখুনঃ
সময় বয়ে চলে। মরিয়মের কৌতুহল বাড়তে থাকে । আওয়াজটা মনে হয় পাশের কামরা থেকে আসছে। সে দরজার দিকে এগিয়ে যায় । খোলার ইচ্ছাও করে । কিন্তু খোলে না ।
মরিয়মের ছোট্ট এক ভাই। ফুটফুটে সুন্দর। যেন অচীন দেশের রাজকুমার। মাত্র তিন মাস বয়স। তার এ নতুন ভাইটি তাদের কুড়ে
ঘরখানা আলোকিত করেছে। তাকে একা ফেলে বাইরে যাবে? এ চিন্তাই তাকে দরজা খুলতে দিচ্ছে না ।
আওয়াজটা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। মরিয়মের আর সহ্য হয় না। সে আওয়াজের খোঁজে বেরিয়ে পড়ে। পাশের ঘরের দরজা খুলতেই দেখে, তার আম্মিজান একটি কাঠের বাক্স তৈরি করছেন। আম্মি এত রাতে……….
“চুপ”। মরিয়ম কথা শেষ করতে পারে না। আম্মি ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়।
আম্মিজান! এ গভীর রাতে আপনি কি বানাচ্ছেন? মরিয়মের মা বাক্স তৈরিতে মশগুল ছিলেন। আরেকটা পেরেকের মাথায় আস্তে করে ঘা বসিয়ে দিয়ে মেয়ের কানে কানে বললেন, তোমার ভাইয়া কি ঘুমুচ্ছে?: হ্যাঁ, ঘুমুচ্ছে তো । যাও, তাকে নিয়ে এসো।
আর খেয়াল রেখো, যেন ঘুম ভেঙ্গে না যায় । ঃ কেন আম্মি? তাকে নিয়ে আসার কি প্রয়োজন? সে তো খুব আরামে ঘুমুচ্ছে। যাও, ভালো মেয়ের মতো যা বলি শোন। কথা বাড়িও না ।
মরিয়ম আর কথা বাড়ায় না। মায়ের আদেশ পালন করে। সে গিয়ে কচি ভাইটিকে আস্তে আস্তে বিছানা থেকে উঠায়। ক্ষুদে রাজকুমারটি। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। নিজে পড়ুন এবং অন্যকে পড়ার জন্য উৎসাহ প্রদান করুন।
নিচে যে গল্পে হৃদয় জুড়ে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.42 MB |
প্রকাশ সাল | ২০০৪ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুফিজুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |