যে গল্প হৃদয় কাড়ে pdf বই ডাউনলোড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী-পুরুষ উভয়েরই নবী। তিনি জগতের শ্রেষ্ঠ মানব। সর্বশ্রেষ্ঠ রাসূল। বিশ্ব মানবতার মুক্তিই ছিল তার জিন্দেগীর একমাত্র মিশন। তিনি ছিলেন দয়ার আধার, রাহমাতুল্লিল আলামীন। বঞ্চিত, নিপীড়িত ও দুর্বল মানুষকে তিনি অতি ভালবাসতেন। যুগ যুগ ধরে নির্যাতিত, অবহেলিত নারী জাতিকে তিনিই মহাসম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। নির্যাতিতা, অত্যাচারিতা নারী সমাজকে অবমাননার অতল গহ্বর থেকে টেনে তুলেছেন । মুক্তি দিয়েছেন বঞ্চনা ও পশুত্বের বন্দীদশা থেকে ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মহিলারা ছিলেন নিজেদের অধিকার সম্পর্কে সম্পূর্ণ সচেতন । তাদের মনে যে কোন প্ৰশ্ন দেখা দিলে তৎক্ষণাত তা জানার জন্য রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হতেন। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের প্রশ্নগুলো মনযোগ সহকারে শ্রবন করে এগুলোর সন্তোষজনক জবাব দিতেন। একদিনের ঘটনা।
আরও ইসলামিক বই দেখুনঃ
গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিল। অনেক চেষ্টা করেও তিনি এর সমাধান খোঁজে পেলেন না। শেষ পর্যন্ত তিনি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। অতঃপর অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন-
ইয়া রাসূলুল্লাহ! আমার মাতা-পিতা আপনার উপর কুরবান হউক।
মুসলিম নারীদের প্রতিনিধি হয়ে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই আল্লাহপাক নারী ও পুরুষ উভয়ের জন্য আপনাকে নবী করে পাঠিয়েছেন। তাই আমরা নারী মহলও আপনার উপর এবং আল্লাহর উপর ঈমান এনেছি। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আশা করি এর সন্তোষজনক জবাব দিয়ে আমাদের সকল নারীকে ধন্য করবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিঃসংকোচে তোমার প্রশ্ন বিবৃত কর। হযরত আসমা (রা.) বললেন, আমার প্রশ্ন হল, আমরা ঘরের কোণে পর্দার অন্তরালে থেকে শুধু পুরুষদের আশা- আকাংখা ও মনোবাঞ্ছা পূর্ণ করে থাকি। তাদের সন্তানদের আমরাই গর্ভে ধারণ করি। এতদ্বসত্ত্বেও পুরুষগণ অনেক ব্যাপারে পূণ্য প্রাপ্তির দিক দিয়ে আমাদের চেয়ে অগ্রগামী থাকে। যেমন-তারা জুমআর নামাযে শরীক হয়, জামাতে নামায পড়ে, রোগী দেখাশুনা করে, হজ্বের পর হজ্জ করে, সর্বোপরি তারা জিহাদে শরীক হয় ।
নিচে যে গল্প হৃদয় কাড়ে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.42 MB |
প্রকাশ সাল | ২০০৪ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুফিজুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |