যে পথে মুক্তি মিলে pdf বই ডাউনলোড। বর্তমান এ যুগ নবুওয়তী যামানা হতে বহু দূরে চলে আসায় এবং
কিয়ামত অধিক নিকটতর হওয়ায়, সমগ্র বিশ্বে কুফর-শিরক, বদদ্বীনী, বে-আমলী, নাস্তিকতা ও ধর্ম বিমুখতার সয়লাব চলছে। গুনাহ হতে বাঁচা এবং দ্বীনের উপর অটল থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী হাতের তালুতে আগুনের জ্বলন্ত অংগার রাখার মতই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
অসংখ্য মুসলমানের অন্তরে এতটুকু চিন্তার উদ্রেক হচ্ছে না যে, আমরা যা করছি, তা কি পাপ না পুণ্য? হালাল না হারাম? মহান রাব্বুল আলামীন আল্লাহ তা’আলা এতে কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? অপর দিকে আল্লাহর যে অল্প সংখ্যক বান্দা এ সকল বিষয়ে চিন্তা-ফিকির করে থাকেন, তাদের জন্য বিস্তৃত এ পৃথিবী ক্রমাগত আরও সংকোচিত হয়ে আসছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
ব্যক্তিগত গুনাহ হতে কোন রকমে বেঁচে থাকা সম্ভব হলেও সামাজিক পাপাচার, যা চাষাবাদ, ব্যবসা ও চাকুরীসহ জীবিকার্জনের সকল শাখা-প্রশাখায় ছেয়ে আছে, তা হতে কোন প্রকারেই বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। কারণ, প্রথমতঃ এসব ক্ষেত্রে অমুসলিমদের পদচারণা বেশী দ্বিতীয়তঃ সৌভাগ্যক্রমে কোথাও দু’চার জন মুসলমান পাওয়া গেলেও এমন পাওয়া যায়, যারা ধর্মের ব্যাপারে সম্পূর্ণ বে-ফিকির ও উদাসীন। শুধু তা-ই নয়, হালাল হারাম ও জায়েয নাজায়েযের আলোচনাকে তারা সংকীর্ণ দৃষ্টি ভঙ্গি বলে আখ্যায়িত করেন।
আরও দুঃখ ও পরিতাপের বিষয় এই যে, ধর্মীয় ব্যাপারে নিজেদেরই
উদাসীনতা ও খামখেয়ালীর কারণে আগত অশুভ পরিণতি প্রত্যক্ষ করে অনেকে বলতে শুরু করে দিয়েছে যে, বর্তমান যুগে ইসলাম ও শরী’আতের বিধিবিধান মেনে চলা অত্যন্ত কঠিন ও দূরহ কাজ। অথচ সামান্য একটু চিন্তা করলেই বুঝে আসে যে, ইসলামী শরী’আতে কোন সংকীর্ণতা যেমন নেই।
তেমনি তাতে কোন প্রকার কাঠিন্যতাও নেই বরং সকল ধর্মের তুলনায় অত্যন্ত সহজ সরল ও সুন্দরতম জীবন যাপন প্রণালী একমাত্র ইসলামেই রয়েছে । অবশ্য যখন কোন বিষয়ের প্রচলনই বন্ধ হয়ে যায় এবং সে অনুযায়ী আমলকারী খুব কম লোকই অবশিষ্ট থাকে তখন সহজ থেকে
সহজতর বিষয়ও কঠিন হয়ে পড়ে। উদাহরণতঃ টুপি এবং পায়জামা পরা কতই না সহজ কিন্তু কোন এলাকার লোকজন যদি এগুলো পরিধান করা সম্পূর্ণ রূপে পরিত্যাগকরতঃ লুঙ্গি ও ধুতি পরতে অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে টুপি ও পায়জামা সেলাই বা তৈরী করানো একটি স্বতন্ত্র সমস্যা হয়ে দাঁড়াবে।
নিচে যে পথে মুক্তি মিলে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামি দাওয়াত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 59.52 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ | মাওঃ মুহাম্মদ মুফীজুল ইসলাম |