যে ফুলের খুশবুতে সারাজাহান মাতোয়ারা pdf বই ডাউনলোড। যিনি সমগ্র সৃষ্টজগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি, যিনি মহত্তম আদর্শের অধিকারী, যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠতম পথিকৃৎ, যিনি স্রষ্টা ও পালনকর্তা আল্লাহ পাকের প্রিয়তম রসূল, পিয়ারা হাবীব, বিশ্ব-সভ্যতায় যারঁ অবধান সর্বাধিক, যিনি সমগ্র বিশ্বমানবের কল্যাণের জন্য প্রেরিত। যারঁ আগমনেরে অপেক্ষা করেছেন লক্ষাধিক আম্বিয়ায়ে কিরাম যুগ যুগ ধরে।
যিনি সাইয়েদুল মুরসালীন, খাতিমুন, নাবিয়্যীন। যারঁ দাদীর লাভ না হলে ব্যাকুল হতেন ফিরিশতাদের দলপতি হযরত জিবরাঈল আঃ যারঁ দরবারে জিবরাঈলকে ২৩ বছরের ২৪ হাজার বার হাযির হতে হয়েছে, যিনি আল্লাহ পাকের দীদার লাভ করেছেন শবে মিরাজে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অন্তরে প্রান্তরে pdf বই ডাউনলোড
- সকল প্রশংসা তার pdf বই ডাউনলোড
- আলোর কাফেলা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- ১২ টি মাদানী কাজ pdf বই ডাউনলোড
- আল্লাহর পথে দাওয়াত pdf বই ডাউনলোড
যিনি সর্বপ্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছেন, সারা বিশ্বে আজ দেড় শত কোটি মানুষ যারঁ অনুসারী। যারঁ আদর্ম মহান, অতুলনীয়, অদ্বিতীয়, চিরস্মরণীয়, চিরঅনুকরণীয়, চির সংরক্ষিত, চির-প্রশংসিত, তিনিই তো সেই অনন্যাসাধারণ ফুল যারঁ সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আনাস রাঃ বর্ণনা করেন: আমি কোন কস্তুরী, কোন আম্বর এবং কোন সুগন্ধি বস্তু হযরত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে অধিকতর খুশবুদার পাইনি।
যদি কারও সঙ্গে প্রিয়নবী সাঃ-এর মুসাফাত করমর্দন করতেন, তবে সমস্ত দিন ঐ ব্যক্তির হাতে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুসাফাহার খুশবু লেগেই থাকতো। আর যদি কখনও কোন শিশুর মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন তবে খুশবুর কারণে ঐ শিশু হাজারো শিশুর মাঝে অত্যন্ত সহজে পরিচিত হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার হযরত আনাস রাঃ-এর গৃহে বিশ্রাম করছিলেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেহ মুবারক ঘর্মাক্ত হয়ে উঠল। হযরত আনাসের মাতা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেহ মুবারকের ঘাম একটি শিশিতে পুরে নিচ্ছিলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন: তুমি কি করছো? তিনি জবাব দিলেন: হুযুর আমরা এগুলোকে আমাদের খুশবুর সঙ্গে মিশ্রিত করবো। কেননা আপনার এই ঘাম সর্বোত্তম সুগন্ধি।
ইমাম বুখারী রহঃ হযরত জাবির রাঃ-এর সুত্রে তারীখে কবির গ্রন্থে উল্লেখ করেন: হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি কোন দলের সঙ্গে কোথাও গমন করতেন, যদি কেউ তারঁ অনুসন্ধান করতো তবে সে শুধু খুশবুর কারণেই তারঁ সন্ধান লাভ করতো। তাই, তিনিই সেই অপূর্ব বিস্ময়কর ফুল যে ফুলের খুশবুতে সারাজাহান মাতোয়ারা। বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতেন পারেন।
নিচে যে ফুলের খুশবুতে সারাজাহান মাতোয়ারা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 8.56 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাওলানা আশরাফ আলী থানবী রহঃ |
অনুবাদঃ | মাওলানা মোহাম্মাদ আমিনুল ইসলাম |