যৌবনের মৌবনে pdf বই ডাউনলোড । ইসলাম প্রকৃতির ধর্ম। ইসলাম মানুষকে এমনভাবে তৈরী করে, যা সফলতার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেয়। বরং বলা যায় এমন চরিত্রের দিয়ে সাজায়, যা পবিত্র, নিরাপদ ও স্বস্তিদায়ক জীবন পরিচালনার যোগ্যতা দেয়। লজ্জাশীলতা ইসলামের শেখানো মৌলিক চরিত্রগুলো একটি। দ্বীন-ইসলামে এর গুরুত্ব এত বেশি, নবী করিম সাঃ এটাকে ইমানের অর্ধেক বলেছেন। রাসূল সাঃ বলেছেন,
“লজ্জা ঈমানের অংশ”
লজ্জা ও ঈমান পরস্পরের এমন পরিপূরক, যার মধ্যে ঈমান আচে, তার মধ্যে লজ্জা অবশ্যেই থাকবে। আর যার মধ্যে লজ্জা নেই, নিশ্চিতভাবে তার ঈমানে ঘাটতি আছে। এককথায়, লজ্জা একজন মোমিনের দরকারি একটি গুন।
আজ আমরা তথকথিত মুক্তচিন্তার এমন এক অন্ধকারযুগ অতিবাহিত করছি, যেখানে মানুষ তার ধর্মীয়, আধ্যাত্মিক ও পবিত্র স্পৃহাকে পায়ে মাড়িয়ে প্রবৃত্তির পাগলাঘোড়ায় সওয়ার হয়ে বস্তুপূজার দিকে অবিরাম দৌড়াচ্ছে।
প্রবৃত্তির চাহিদাপূরক জীবনকেই তাদের প্রকৃতজীবন বলে মনে করছে। কুপ্রবৃত্তি নির্বাচন করাকেই নিজেদের জীবনের গন্তব্য নির্ধারণ করেছে।
তারা মনে করে, প্রবৃত্তির চাহিদা পূরণ করা-তা যেভাবেই হোক। তাই জৈবিকচাহিদা, যা মানুষের প্রবৃত্তির প্রধান একটি অনুসঙ্গ, তা পূরণ করার দৌড়ে লোকেরা এমনভাবে মেতে আছে, লজ্জা ও শালীনতাবোধের গুনিটি চাপা পড়ে গেছে।
নগ্নতা ও অশ্লীলতার ঝড়ো হাওয়া বইছে চারদিকে। অমুসলিম সমাজ থেকে আসা এই তুফান আজ পুরো মুসলিমবিশ্বে ছড়িয়ে পড়েছে। টিভি, ভিসিআর, ভিডিও, ডিশ, ক্যাবল, ইন্টারনেট – এগুলি এমন শয়তানি মাধ্যম, যা কাফেরদের সাংস্কৃতিক আগ্রাসনকে মুসলমানদের ঘরে-ঘরে পৌঁছে দিয়েছে। নির্লজ্জতা ও চরিত্রহীনতার ওই দৃশ্য যা একসময় বাতিলের বৈশিষ্ট্য ছিলো, তা আ মুসলমানদের মধ্যে ছেয়ে গেছে।
যৌবন বিষয়ক আরও বই দেখুনঃ
- বিবাহের মাসায়েল pdf বই ডাউনলোড
- নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে pdf বই ডাউনলোড
- দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু pdf বই ডাউনলোড
- নেককার ও বদকার লোকের মৃত্যু pdf বই
- অনিঃশেষ আলো ৩য় খন্ড pdf বই ডাউনলোড
যৌবন আল্লাহ তায়ালার বিশেষ দান। মানুষের জীবনের এ অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এ সময়টি নিয়ন্ত্রিত ও পরিশীলিত হলে জীবনের সফলতা লাভ করা যায়। জৈবিকচাহিদা প্রকৃতিগতো বিষয়। সৃষ্টির শুরু থকেকেই এর স্বীকৃত ধারাবাহিকতা চলে এসেছে। ইসলামে স্বীকৃত উপায় ছাড়া যেকোনভাবে জৈবীক চাহিদা নিবারণ করা অবৈধ ও পাপের কাজ। যৌবনকালকে অবৈধ পথে চালালে েএর পরিণতি দুনিয়া-আখেরাতে ভোগ করতে হবে।
“যৌবনের মৌবনে” বইটিতে মানবজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় যৌবনকাল নিয়ে আলোচনা করা হয়েছে। হায়া আওর পাকদামনি কিতাবটির বাংলা অনুবাদ যৌবনের মৌবনে নামটি প্রকাশকের নির্বাচন। বইয়ের পুরো বিষয়টি তিনি নামের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছেন।
নিচে যৌবনের মৌবনে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইসলাম প্রকাশনা |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.09 MB |
প্রকাশ সালঃ | 2013 |
বইয়ের লেখকঃ | মাওলানা জুলফিকার আহমেদ নকশাবন্দি |
অনুবাদঃ | জহির উদ্দিন বাবর |