রউফুর রহীম ১ম খন্ড pdf বই ডাউনলোড। প্রভু গো, সব প্রশংসা আপনারই ; আপনার মাহাত্ম্য এবং মহান আধিপত্যের কারণে সব গুণগান আপনারই প্রাপ্য। আপনি খুশি হওয়া পর্যন্ত প্রশংসা আপনার, খুশি হলে প্রশংসা আপনার, খুশি হওয়ার পরও প্রশংসা কেবল আপনারই।
রাসূলের সীরাত অধ্যয়ন প্রত্যেক মুসলিমের জন্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শাস্ত্রটি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক আমাদের সামনে তুলে ধরে। রাসূলের ব্যক্তিত্ব, তাঁর জীবনাচার, বাণী এবং কোনো বিষয়ে তাঁর সমর্থন সম্পর্কে সম্যক অবগত হয়ে তাঁকে অনুসরণ করা সহজ হয় এই সীরাত পাঠেই। মনের মুকুরে জন্ম হয় তাঁর প্রতি ভালোবাসা। ক্রমাগত পাঠে সে ভালোবাসা খুঁজে পায় গন্তব্যে পৌঁছানোর পথ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অনিঃশেষ আলো ১ম খন্ড pdf বই ডাউনলোড
- যঈফও জাল হাদিস ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- জিহাদ pdf বই ডাউনলোড
নবিজির সঙ্গে থেকে যারা ইসলামের জন্য কষ্ট করেছেন, জিহাদ করেছেন, এমন মহান সাহাবিদের সম্পর্কেও অবহিত হওয়া যাবে সীরাত অধ্যয়নে। এই অধ্যয়নই সাহাবিদের ভালোবাসতে, তাদের পথ ও মত অনুসরণে উদ্বুদ্ধ করবে অধ্যয়নকারীকে।
সীরাতগ্রন্থ নবিজির জীবনের ছোটবড় সকল দিক স্পষ্টভাবে তুলে ধরে আমাদের সামনে; জন্ম থেকে মৃত্যু পর্যন্ত—তাঁর শৈশব, কৈশোর, যৌবন, আল্লাহর পথে মানুষদের আহ্বান, শত বাধা-বিপত্তির মুখে তাঁর পাহাড়সম দৃঢ়তা এবং শত্রুদের বিরুদ্ধে তাঁর বিজয়লাভ, সবকিছুই ঠাঁই পেয়েছে এই শাস্ত্রে। একাধারে তিনি যে একজন স্বামী, বাবা, সেনানায়ক, যোদ্ধা, প্রশাসক, রাজনীতিবিদ, অভিভাবক, আল্লাহর পথে আহ্বানকারী, কৃচ্ছতা অবলম্বনকারী এবং সর্বোপরি একজন বিচারক—এই দিকগুলোও বাদ যায়নি এখানে।
একজন মুসলিম সীরাত অধ্যয়নে খুঁজে পাবে তার উদ্দিষ্ট লক্ষ্য। দা’ঈ পাবেন তার দাওয়াতের কৌশল, বুঝতে পারবেন উত্তরণের বিভিন্ন ধাপগুলো। প্রতিটি পর্যায়ের যথার্থ উপায় সম্পর্কে পাবেন যথোচিত ধারণা। মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি সেখান থেকে উপকৃত হবেন। পদে পদে অনুধাবন করবেন, আল্লাহর কালিমার পতাকাকে উড্ডীন করতে গিয়ে কী কষ্টটাই না স্বীকার করেছেন রাসূল সা.! কত সুনিপুণভাবে বাধা-বিপত্তি সামলেছেন!
তখন তার সামনে একটি প্রশ্নই বড় হয়ে দেখা দেবে—তিনি যে সমস্যার সম্মুখীন এক্ষেত্রে সঠিক পদক্ষেপটি কী? উত্তর খুঁজতে তিনি তখন দ্বারস্থ হবেন সীরাতের। নবিজির সীরাত অধ্যয়নে একজন অভিভাবক বা একজন সমাজ সংস্কারক পাবেন প্রতিপালন ও মানুষের ওপর তার ভালো কাজের প্রভাব বিস্তারে নবিজির আদর্শ
[১] দেখুন: আস-সীরাহ আন-নাবাবিয়াহ: অধ্যয়ন ও বিশ্লেষণ, ড. মুহাম্মাদ ফারিস, পৃষ্ঠা, ৫০।
নিচে রউফুর রহীম ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সিয়ান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 100 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ড আলি মুহাম্মাদ সাল্লাবি |
বইয়ের অনুবাদকঃ | ফখরুল ইসলাম |