রক্ত ঝরছে আরাকানে pdf বই ডাউনলোড। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তে অবস্থিত আরাকান। সাগর ও পাহাড় ঘেরা একটি অত্যন্ত সুন্দর দেশ। পূর্বদিকে সুউচ্চ ও বিশাল পাহাড়ের মাধ্যমে এটি বার্মার মূল ভূখন্ড থেকে সম্পুর্ণ স্বতন্ত্র একটি ভৌগলিক অঞ্চলে বিভক্ত হয়ে আছে। ৩২.৭২৬ কিঃমিঃ জুরে এর আয়তন। বাংলাদেশের সাথে জলে ও স্থালে রয়েছে ১৭৬ মাইলের মত সিমান্ত। নাফ নদীর মাধ্যমে বাংলাদেশের সাথে রাজনৈতিক সীমারেখায় বিভক্ত বিভিন্ন নদ- নদী ও বনাঞ্চল ঘেরা সবুজ শ্যামল এদেশটি প্রচুর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।
আরাকানে পৃথিবী খ্যাত সেগুন কাঠের কথা কে জানে আরাকানে প্রচুর ফলনশীল উন্নতমানের কাঠ ও চাল এর বিশ্ববাজারে খুব চাহিদা রয়েছে। আরাকানে রাজধানী আকিয়াব চাল রফতানীর জন্য একটি অত্যন্ত জমজমাট বন্দর। সেখানে সব সময় ভীড় লেগেই থাকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রোহিঙ্গা জাতির ইতিহাস pdf বই ডাউনলোড
- অশ্রু নয় রক্ত pdf বই ডাউনলোড
- জিহাদ pdf বই ডাউনলোড
- ইবাদতের নামে প্রচলিত বিদআত সমূহ pdf বই ডাউনলোড
- এ এক অন্য ইতিহাস pdf বই ডাউনলোড
ইতিহাস আরাকান ধান্যাগার নামে খ্যাত যার প্রচীন নাম হচ্ছে ধান্যবতী। এক সময় রোহাং নামে পরিচিত আরাকান একটি মুসলিম অধ্যুষিত জনপদ। আরাকান রোহিঙ্গা নামে খ্যাত মুসলিম জনগোষ্ঠীর সুদীর্ঘ কালের আবাস ভূমি। আরাকানের দীর্ঘকালের ইতিহাস ও ঐতিহ্যের সাথে রয়েছে তাদের গভীর সম্পর্ক।
হিজরী ১ম শতাব্দী অর্থাৎ ইসায়ী ৭ম শতক থেকেই আরব বনিকদের সংস্পর্শে এসে এখানকার জনগোষ্ঠী মহান ইসলামের সুন্দর ও সুশীতল পরশ লাভ করে আরাকানে ৪০ লক্ষ মুসলমানদের জন্য।শতকরা ৭০ ভাগ রোহিঙ্গা মুসলিম এবং ৩০ ভাগ অমুসলিম অধ্যূষিত আরাকান ১৭৮৪ খৃষ্টাব্দে অর্থাৎ অষ্টাদশ শতক পর্যন্ত একটি স্বাধীন মুসলিম দেশ ছিল। সুদীর্ঘকালে ধরে আরাকানে বিভিন্ন বংশীয় রাজত্ব স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করেন।
আদিকাল থেকে এখানে রোহিঙ্গা মুসলমান মঘী বৌদ্ধ সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে সম্পূর্ণ শান্তিপূর্ণ সহবাস্থান করে আসছেন। ১৪৩০ ইসায়ী সনে আরাকানে বৌদ্ধ রাজার ইসলাম গ্রহণের মাধ্যমে এখানে স্বাধীন ইসলামী সালতানাত প্রতিষ্ঠিত হয় এবং সুদীর্ঘ সাতে তিনশত বছর আরাকানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত ছিল।
ইসলামের সুদীর্ঘ সুশীতল ছায়ায় আরাকানে গড়ে উঠেছিল একটি উন্নত ইসলামী সভ্যতা ও সংস্কৃতি, যা রোহিঙ্গা সংস্কৃতি নামে খ্যাত। রোহিঙ্গা মুসলমান জাতিই ছিল মূলত: এর সভ্যতার ধারক ও বাহক। আরাকান রাজ্যসভার কবি আলাউল থেকে শুরু করে আরও অনেক মুসলমান কবি, সাহিত্যিক পীর, আউলিয়া ও বুজর্গ আরাকানে জন্মগ্রহণ করেন। একটি শান্তি ও সুখময় জীবনের প্রতিচ্ছবি ছিল আরাকান।
নিচে রক্ত ঝরছে আরাকানে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আল-নূর পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.33 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৬ |
বইয়ের লেখকঃ | মাওঃ আতিক উল্যাহ জুলফিকার |
অনুবাদঃ |