রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড। যে সারাদিন খেয়ে থাকে সেকি না খাওয়া লোকের ব্যাথা বুঝবে? তারতো এ ব্যাথা বুঝার দরকার। মানুষের ব্যাথা না বুঝা এটাতো রোগ। তো রোজা তার চিকিৎসা। আল্লাহ বলেন, তোমার এ রোগের চিকিৎসার জন্য তোমাকে আমি বছরে একমাস না খাইয়ে রাখব। জুলাই মাসে না খেয়ে দেখ, কেমন লাগে? ১৫ ঘন্টা না খেয়ে বুঝ, না খেয়ে থাকার ব্যাথাটা কী?
চিকিৎসার জন্য আল্লাহ্ থানা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তা ‘ আলা ফুসলাচ্ছেন, বান্দা, তোমরা অনেক পরীক্ষার মধ্যে আছ। অনেক চিকিৎসার মধ্যে আমি তোমাদেরকে রেখেছি। একটা চিকিৎসা হলো, তোমাদের সাথে আমার মহব্বতের জন্য। তোমাদের সাথে আমার মহব্বত লাগবে না? তো মহব্বত করার নিয়ম হলো, যাকে মহব্বত করা হয় তার কিছু অনুকরণ করা লাগে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রমজান মাস pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- রমাদান তৃষাতুর অপেক্ষা pdf বই ডাউনলোড
যাতে মহব্বত আরো বেড়ে যায়। যেমন, আমরা জামায় পকেট লাগিয়েছি, তো এতে খুব মহব্বত লাগে, লোকে দেখলেই বুঝে; বলে আপনি কী করাচির হযরতের মুরিদ নাকি? অনেকে বলে, এতে কি আসে যায়? আসলে এটা শায়েখের মহব্বতে। কিঞ্চিত অনুকরণ। আল্লাহ তাআলা কখনই খাননা, কখনই ঘুমাননা। সুতরাং যারা আল্লাহকে মহব্বত করবে, তারা বছরে একমাস না খেয়ে কিঞ্চিত আল্লাহকে অনুসরণ করবে। তাহলে দিলে আল্লাহকে মহব্বতের এক পরিবেশ হয়ে যাবে।
আমার আল্লাহ খাননা, আমি কয়েকদিন না খেয়ে থাকি, আমার আল্লাহ মোটেই ঘুমাননা, আমি তো কয়েক ঘন্টা ঘুমাইনা। রাত জেগে আওয়াবিন পড়া, রাত জেগে তারাবি পড়া, রাত জেগে তাহাজ্জুদ পড়া, জিকির করা, তেলাওয়াত করা এর মধ্যে একটা ফায়দা আছে। তাহলো রাতে ঘুম ত্যাগ করা, এতে মালিকের কিঞ্চিত অনুকরণ করা, তার রঙে রঙিন হওয়া, সিবগাতাল্লাহি আহসানু মিনাল্লাহি– এটাও বিরাট কিছু। আমি তো
হাটহাজারি পড়া মানুষ। গোল জামা গায়ে দিতাম।
কিন্তু যখন করাচি যেয়ে চিল্লা দিয়েছি আর এরকম একটা পাঞ্জাবি বানিয়ে গায়ে দিয়ে শায়েখের সামনে গিয়েছি; শায়েখ বলেন, মাশাআল্লাহ্। শায়েখ যে মাশাআল্লাহ বলেছেন, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। একদিন বলেছেন মাশাআল্লাহ। বুঝা গেল তুমি আমাকে মনে প্রাণে ভালবাস। তো রোজার মাসে না খেয়ে থাকার ফলে আল্লাহও বলেন মাশাআল্লাহ, মানে কি? বুঝা গেল সত্যি তুমি আমাকে ভালবাস। তুমি আমার জন্য না খেয়ে আছ ।
তোমারতো কোন অভাব নাই, টাকা পয়সারও কোন সমস্যা নাই, খাওয়ারও কোন অভাব নাই, তো তুমি খাওনা কেন? তুমি শুধূ আমার জন্যই না খেয়ে আছ। একবার যদি মাশাআল্লাহ হয়ে যায়, কাজ হয়ে যাবে। এর দ্বারা দিলে আল্লাহর মহব্বতের এক পরিবেশ হয়ে যায়।
নিচে রমজান কিভাবে কাটাবেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রোজা সম্পর্কিত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মাওলানা মুফতি নুরুল আমীন দাঃবা |
বইয়ের অনুবাদকঃ |