রমজান মাস pdf বই ডাউনলোড। রমযান শরীফের সময় যেহেতু নিকটবর্তী হয়ে গেছে তাই সঙ্গত হলো তার কিছু বিধি-বিধান আলোচনা করা। একথা তো সকলেরই জানা রয়েছে যে, রোযা রাখা ফরয, সে আলোচনার তাই প্রয়োজন নেই। একইভাবে তারাবীহ সম্পর্কে ও সবাই জানেন যে, তা জরুরী; সে আলোচনাও নিস্প্রয়োজন।
রোযার মাঝে মন্দ কাজ-কর্ম করা কেমনঃ অবশ্য এই আলোচনা করার প্রয়োজন রয়েছে যে, কতিপয় লোক এই মাসে কিছু মন্দকাজ, খারাপ কাজ সংযোজন করে রেখেছে। তার কারণ হলো এই যে, সেইসব লোকের হয় বিলকুর কোন এলম নেই অথবা এলম আছে তবে কম, কিংবা জানে ঠিকই কিন্ত সতর্কতা অবলম্বন করে না। বড়ই আশ্চয এর কথা, এ মাসটাতেও তারা মন্দকাজ থেকে বিরত থাকে না। তারা ভেবে দেখে না যে,ম আল্লাহ তাআলা এই মাসে সেইসব বস্তুকেও হারাম করে দিয়েছেন, যা পূর্বে হালাল ছিলো,
আরও ইসলামিক বই দেখুনঃ
- রমজান ও রোযা pdf বই ডাউনলোড
- রাসূল যেভাবে রমজান যাপন করেছেন pdf বই
- প্রশ্নোত্তরে রমজান ও ঈদ pdf বই ডাউনলোড
- সিয়াম ও রমজান pdf বই ডাউনলোড
- চাঁদ ও কুরআন pdf বই ডাউনলোড
অতএব যে সব বস্তু পূর্ব থেকেই হারাম ছিলো, সেগুলো কী পরিমাণ অধিক হারাম হয়ে থাকতে পারে আল্লাহ তাআলা রোযা রাখার কারণ এটা বলেছেন যে, রোযা এজন্য যে, তোমরা পরহেযগার হয়ে যাও। এখন প্রত্যেক ব্যক্তি-ই ভেবে দেখুক! রমযানে রমযানপূর্ব সময় থেকে সে কতটুকু অধিক পরহেযগার হয়েছে, তার পূর্ব-অবস্থা এবং বর্তমান অবস্থা মাজে কতটুকু ব্যবধানে সৃষ্টি হয়েছে।
কুদৃষ্টি সে ত্যাগ করেছে কিনা,গীবত করা থেকে অর্থাৎ কারো আড়াতে মন্দকিছু বলা থেকে বিরত হয়েছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে, কোন বস্তুই ত্যাগ করেনি, উভয় অবস্থাই অভিন্ন রয়েছে, কোন ক্ষেত্রেই কোন হ্রাস, ঘটেনি। শুধু একটি কাজ এই করেছে,কোন ক্ষেত্রেই কোন হ্রাস-ঘটেনি। শুধু একটি কাজ এই করেছে যে, খানা খাওয়ার সময় বদলে দিয়েচে। খাওয়ার পরিমাণেও কোন হ্রাস ঘটায়নি। যতটুকু খানা আগে খেত, ততটুকু খানা রমযানেও খাচ্ছে।
মোটকথা আল্লাহ তাআলা রোযা আমাদের উপর এজন্য ফরয করেছেন, যেন মন্দ কাজ-কর্ম কমে যায়। কিন্তু লোকজন কোন কিছুই কমায়নি। অথচ আল্লাহ ওয়ালাগণ পূর্বের মাসগুলোর তুলনায় এই মাসে খানাও কম খেয়ে থাকেন এবং কেউ কেউ তো শুধু এতটুকুই খেয়ে থাকেন যে, জীবনটা কোনভাবে টিকে থাকে; এরচেয়ে বেশী তারাঁ খান না। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে রমজান মাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হাকিমাবাদ খানকাকে মোজাদ্দেদিয়া |
বইয়ের ধরণঃ | রোজা বিষয়ক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.27 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মোহাম্মদ মামুনুর রশীদ |
অনুবাদকঃ |