রমযানুল মুবারকের সওগাত pdf বই ডাউনলোড। রমজান মাস মহাসম্মানিত মহাপবিত্র মাস। এই মাসে প্রতিদিন রোজা রাখা প্রতিটি মুসলমান পুরুষ ও রমণীদের জন্য ফরজ অপরিহার্ কর্তব্য। আমরা আল্লাহতায়ালার বান্দা। আল্লাহতায়ালার এই হুকুম আমাদেরকে মানতেই হবে। তাই রমজান মাসের মর্যাদা সম্পর্কে এবঙ রোজা পালনের নিয়ম কানুন সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। এই বইটিতে আমরা সে সকল আলোচনাই করবো।
কোরআন শরীফের বিবরণঃ রমজান মাস সম্পর্কে আল্লাহপাক কোরআন মজিদে এরশাদ করেছেন- হে ইমানদারগণ! তোমাদের প্রতি সিয়াম রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতিও ফরজ করা হয়েছিলো যাতে তোমরা পাপ থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখতে সক্ষম হও।
আরও ইসলামিক বই দেখুনঃ
- খোশ আমদেদ মাহে রমজান pdf বই ডাউনলোড
- রমজান ও রোযা pdf বই ডাউনলোড
- রাসূল যেভাবে রমজান যাপন করেছেন pdf বই
- রাসূল যেভাবে রমজান যাপন করেছেন pdf বই
- ঋতুবতী নারীর রোজা pdf বই ডাউনলোড
কয়েকটি দিন মাত্র। অতএব, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় সিয়াম পালনে অক্ষম হয় কিংবা সফরে থাকে তবে সে অন্য সময়ে গণনা করে সিয়াম আদায় করে নিবে। আর যারা সিয়াম পালনে অপারগ হবে, তারা একজন নিঃস্ব ব্যক্তিকে ফিদয়া খাদ্য দান করবে। তবে রোজা রাখাই উত্তম যদি তোমরা রোজার মর্যাদা সম্পর্কে সংবাদ রাখো।
রমজান মাস-যে মাসে আল্লাহ অবতীর্ণ হয়েছে, মানুষের জন্য হেদায়েত স্বরূপ । তাতে রয়েছে প্রকাম্যে প্রমাণসমূহ যা হেদায়েত ও সমাধান দানকারী। অতএব, তোমাদের মধ্যে যদি কেউ এ মাসের সাক্ষাৎ পায়-সে যেনো সারা মাস রোজা রাখে। আর যদি কেউ অসুস্থ কিংবা মোসাফির হয় তবে সে অন্য সময়ে আদায় করে নিবে।
আল্লাহপাক তোমাদের ব্যাপারে সহজ পন্থা অবলম্বন করতে চান এবং তোমাদের সঙ্গে কঠোরতা কামনা করেন না। আর যাতে তোমরা রোজার পরিমাণ পুর্ণ করতে পারো। (আর এই রোজা তোমাদের প্রতি এ কারণে ফরজ করা হয়েছে যে) যাতে তোমরা হেদায়েত প্রাপ্তির পর আল্লাহতায়ালার মহত্ব বর্ণনা করতে পারো। কেননা হেদায়েত তো তিনিই অনুগ্রহ করে দিয়েছেন ।
সুতরাং তোমরা যেনো আল্লাহতায়ালারই কৃতজ্ঞতা প্রকাশ করো। -সুরা আল-বাকারা, ১৮৩-১৮৫। ইসলাম আমাদের জন্য খুব প্রশংসনীয় একটি দ্বীন যা আমাদের ভালো করে বুঝতে হবে জানতে হবে জ্ঞান আহরণ করতে হবে। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। রামাদান সম্পর্কিত অনেক জানা-অজানা রমাদান নিয়ে হাদীস আছে হাদীস ও কুরআন এর আলোকে।
নিচে রমযানুল মুবারকের সওগাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আশরাফ |
বইয়ের ধরণঃ | রোজা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 7.14 MB |
প্রকাশ সালঃ | ২০০৭ |
বইয়ের লেখকঃ | শাইখুল ইসলাম মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী |
অনুবাদকঃ | মাওলানা শরিফ মুহাম্মাদ |