রমযান মাসের সমাপ্তি pdf বই ডাউনলোড। ভাইয়েরা আমার! অতি শীঘ্রই রমযান মাস আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে ও নতুন একটি মাস আসছে, কিন্তু রমযান মাস আমাদের জন্য সাক্ষী থাকবে। এ মাসে যে ব্যক্তি ভাল আমল করতে পেরেছে, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে ও শুভ পরিণামের অপেক্ষায় থাকে। নিশ্চয়ই আল্লাহ ভাল আমলকারীর আমল নষ্ট করেন না।
আর যে ব্যক্তি এ মাসে অন্যয় কাজ করেছে, সে যেন তার প্রভুর কাছে খালেছ তওবা করে। আল্লাহ তাআলা তওবাকারীর তওবা কবুল করেন। তিনি আমাদের জন্য এ পোশাক শেষে এমন কিছু ইবাদত নির্ধারণ করে দিয়েছেন।
আরও দেখুনঃ ফালি ফালি করে কাটা চাদঁ pdf বই ডাউনলোড
যার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়, বৃদ্ধি পায় ঈমানী শক্তি, সমৃদ্ধ হয় আমলনামা। যেমন সদকাতুর ফিতর আদায় করা এবং ঈদের চাদঁ উঠার পর থেকে ঈদের সালাত আদায় পর্যন্ত তাকবীর পাঠ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন:- যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়াত দান করার দরুন আল্লাহর তাআলার মহত্ব বর্ণনা কর তাকবীর বল। যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পার। {সূরা আল-বাকারা: ১৮৫}।
রমযান শেষ হয়ে এলে অনেকেই খুশি হয় আবার অনেকে দুঃখ প্রকাশ করেন।
তার পদ্ধতি হল, অধিক হারে নিন্মের এ তাকবীর পড়া: পুরুষগণ ঘরে, বাজারে এবং মসজিচদে অর্থাৎ সকল জায়গায় আল্লাহ মহত্বের ঘোষণা দিয়ে ইবাদতের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করবে। উক্ত তাকবীর উচ্চস্বরে বলা সুন্নত। মহিলাদের জন্য নিচু স্বরে বলা সুন্নত। যেহেতু তারা নিজেদের ও নিজেদের কন্ঠস্বরকে পোষন করার জন্য আদিষ্ট হয়েছে।
আরও দেখুনঃ সাওম ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
মুসলমানদের ঈদের দিনটি কত চমৎকার পূর্ণ একমাত সিয়াম সাধনা শেষে তারা সর্বত্র তাকবীর ধ্বনি দ্বারা আল্লাহর বড়ত্ব ও মহত্ব প্রকাশ করে এবং তারা আল্লাহর তাকবীর প্রশংসা ও একত্ববাদের ঘোষনা দিয়ে আকাশ-বাতাস মুখরিত করে তোলে। তারা আল্লাহর রহমতের আশাবাদী এবং তার আজাবের ভয়ে শংকিত। আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা ঈদের দিন বান্দাকে ঈদের সালাতের হুকুম দিয়েছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে তার উম্মতের – নারী-পুরুষ সকলকে আদেশ করেছেন।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আল্লাহর হুকুমের মতই আল্লাহ তাআলা ইরশাদ করেন:- হে মুমিনগন! তোমরা আল্লাহ তার রাসুলেল আনুগত্য কর। তোমাদের আমলসমূহকে নষ্ট কর না। {মুহাম্মদ: ৩৩} রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ঈদের সালাত আদায়ের জন্য ঈদগাহে যেতে বলেছেন। যদিও তাদের জন্য ঈদের সালাত ব্যতীত অন্যান্য সালাত ঘরে পড়াই উত্তম।
আরও দেখুনঃ রমজানের শেষ ১০ দিনে লাইলাতুল কদর pdf ডাউনলোড
নিচে রমযান মাসের সমাপ্তি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ রোজা বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ ২০১২ বইয়ের লেখকঃ মুহাম্মাদ ইবনে সালেহ আল উসাইমীন অনুবাদঃ সানাউল্লাহ নজির আহমদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ