রমাদান কর্ম পরিকল্পনা pdf বই ডাউনলোড। রোজার এই উপবাস ও কামনা বাসনা থেকে বিরত থাকা হলো আল্লাহভীতির একটি বহিঃপ্রকাশ যা আল্লাহর নৈকট্য লাভের একটি বড়ো প্রচেষ্টা। আমাদের চেষ্টা করতে হবে এই দিনগুলোকে যেন সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাতে পারি ।
যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু গুনাহসমূহ মাফ করাতে পারল না রাসূল তাকে হতভাগা বলেছেন। এ মাসের প্রতিটি দিনকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করা আমাদের সকলের কর্তব্য। আর রমাদানের প্রতিটি দিনকে কাজে লাগানোর সর্বোত্তম উপায় হতে পারে একটি ‘রমাদান কর্মপরিকল্পনা’ প্রণয়ন করা। পরিকল্পনামাফিক কাজ না করতে পারলে মূলত কোনো কিছু করেই কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায় না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রামাযানের সাধনা pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- রমাদান তৃষাতুর অপেক্ষা pdf বই ডাউনলোড
রমাদান শুরুর আগে সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করুন তাহলে আপনি নিজে কতটুকু সংশোধিত হতে পারলেন কিংবা ইবাদতের ব্যাপারে আপনার প্রত্যাশা কতটুকু আর আমল কতটুকু করতে পেরেছেন তা যাচাই করা সহজ হয়ে যাবে। এই কর্মপরিকল্পনাটি আপনাকে সাহায্য করবে রমাদানকে সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে।
রমাদানের পবিত্র চেতনাকে গোটা মাস ধরে এমনকী রমাদান পরবর্তী বছরের বাকি সময়গুলোতেও ধরে রাখতে সহায়ক হবে এই পরিকল্পনা। মনে রাখবেন, রমাদান আপনাকে সেই বিশেষ সুযোগটি এনে দিয়েছে যাতে আপনি নির্ণয় করতে পারেন যে, দিন শেষে নিজেকে কতটা উন্নত করতে পেরেছেন । আপনি যখন পৃষ্ঠাগুলো পূরণ করবেন, তখন প্রতিটি পৃষ্ঠার ওপর নিজের দৈনিক পর্যালোচনা ও অর্জন লিখতে ভুলবেন না।
এই মাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন যাতে অনেকগুলো কাজের ভার আপনার ঘাড়ে না এসে পড়ে; বরং আপনি দৈনিক যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছেন সেগুলো পূরণ করার জন্যই সময় ব্যয় করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা এই মাসে আমাদের অফুরন্ত নিয়ামত পাওয়ার যে সুযোগ করে দিয়েছেন। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে রমাদান কর্ম পরিকল্পনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রোজা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |