রমাদান তৃষাতুর অপেক্ষা pdf বই ডাউনলোড। আমি অস্বীকার করছি না যে, কোভিড-১৯ কোনো বিপদ নয়। তবে মুমিনের বিষয় বড়োই অদ্ভুত! সামান্য দৃষ্টিভঙ্গি ও নিয়তের বদৌলতে সে তার বিপদকে নিয়ামতে পরিণত করে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সামান্য কাটাঁ পায়ে বিদ্ধ হলে মুমিন যদি সবর করে, তবে আল্লাহ মুমিনের গুনাহকে মিটিয়ে দেন।
আল্লাহ তো বান্দাকে বিপদ দিয়েই থাকেন তার গুনাহ মাফ করার জন্য এবং আল্লাহর রাহে ফিরিয়ে নেওয়ার জন্য। আল্লাহ বলেন, যেন তিনি তাদেরকে তাদের কর্মের কিছুটা ভোগ করান, উদ্দেশ্য-তারা যেন ফিরে আসে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- প্রতীক্ষার রমাদান pdf বই ডাউনলোড
- বিপদ যখন নিয়ামত pdf বই ডাউনলোড
- সময় কখনো ফিরে আসে না pdf বই ডাউনলোড
- জান্নাতে নারীদের অবস্থা pdf বই ডাউনলোড
বান্দা যখন বিপদে পড়ে আল্লাহর দিকে ফিরে আসে, তবে এ বিপদ তার জন্য নিয়ামত। বান্দা যদি আল্লাহর নিয়ামত পেয়েও কতৃজ্ঞতা আদায় না করে তবে নিয়ামতও তার জন্য আযাব। বিপদে পড়েও কেউ যদি আল্লাহর দিকে না ফিরে, বরং বাহ্যিক উকরণ দ্বারাই নিছক মুক্তি খুজেঁ, তবে নিশ্চয় এ বড় দুর্ভাগ্যের কথা। পক্ষান্তরে কোনো মুশরিকও যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকে তবে হতে পারে।
তার হিদায়াতের সম্ভাবনা সুর্যর কিরণ হয়ে জ্বলজ্বল করে জ্বলছে। কেননা একজনের আচরণে আছে ঔদ্ধত্ব্য, আরেকজনের আচরণে রয়েছে বিনয়। আল্লাহ মুমনিকে বিপদ দেন বিনীত হওয়ার জন্য। আল্লাহ বলেন; অর্থাৎ; তবে তাদেরকে অভাব অনটশ স্পর্শ করেছে যেন তারা বিনীত হয়।
নূহ আলাইহি সাল্লাম-এর সন্তান যখন জলোচ্ছ্বাসে ডুবে মরছিল, আল্লাহর নবীর তখন আশা জাগলো, ছেলে হয়তো এখন ফিরে আসবে। তিনি বললেন, বাবা আমার সাথে সাজাহে ওঠো। সন্তান বলল, অর্থাৎ; আমি পাহাড়ে আশ্রয় নিব, তা আমাকে পানি থেকে রক্ষা করবে। পক্ষান্তরে মুমিন ব্যক্তির গুণ হলো বিপদ আসা মাত্রই সে বলে
তারঁই উপর ভরসা করে বান্দা!
এটা আল্লাহ লিখে রেখেছেন বলেই হয়েছে। ফলে মুমিন আল্লাহর কাছে ফিরে আসে, তারঁই উপর ভরসা করে। আল্লাহ বলেন, অর্থাৎ: বলো; আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন তা ছাড়া কিছুই আমাদেরকে কিছুতেই স্পর্শ করে না, বরং তিনিই আমাদের মাওলা। মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে।
এভারের রমাদানে আর্থিকভাবে হয়তো অনেকেই কষ্ট পোহাতে হবে হয়েছে। অফিস বন্ধ। ব্যবসা বন্ধ। অভাব, অনটন কিংবা গৃহবন্দিত্বকে খোলামনে দেখুন। এগুলোকে নিজের জন্য কল্যাণকর মরে করুন। রাসূল সাঃ- সারা পৃথিবীর জন্য প্রেরিত রাসূল হওয়া সত্ত্বেও প্রতিদিন কি খাবার পেতেন? আশেয়া রা. জানিয়েছেন দুমাস চলে যেতো আমাদের ঘরে চুলা জ্বলতো না তবে কি খেয়ে দিনাতিপাত করতেন তারা? হ্যাঁ দুটি বস্তু আছে সেটা হচ্ছে খেজুর আর পানি।
নিচে রমাদান তৃষাতুর অপেক্ষা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সপ্তশীষ প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.67 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | হাফিজ আল মুনাদী |
অনুবাদঃ |