রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড। রমাদানের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। হারাম বর্জন করে যথার্থভাবে সিয়াম ও অন্যান্য ইবাদত করতে পারলে সার্থক রমাদান হিসেবে পরিগণিত হবে ইন-শা আল্লাহ। এই সম্পর্কে মহান আল্লাহ বলেন, অর্থাৎ- হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। (সুরা বাকারা, আয়াত:-১৮৩)।
রমাদান প্ল্যানারে প্রতিদিনের জন্য একটি আয়াত, একটি হাদীস, একটি দোআ ও তিনটি করে আল্লাহর নাম দেওয়া হয়েছে। প্রতিদিন এগুলো অনুবাদসহ মুখস্ত করার চেষ্টা করুন। তাহলে রমাদানের ত্রিশ দিনে ৩০টি আয়াত, ৩০টি হাদীস, ৩০টি দুআ ও ৯০টি আল্লাহর নাম অত্মস্থ হয়ে যাবে। যা জীবনভর আপনার কাজে আসবে ইন-শা আল্লাহ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রমাদান তৃষাতুর অপেক্ষা pdf বই ডাউনলোড
- প্রতীক্ষার রমাদান pdf বই ডাউনলো
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- এসো তাকওয়া অর্জন করি ২য় খন্ড pdf বই ডাউনলোড
* প্ল্যানারে নির্দেশিত আমলসমূহের কোন কাজটা কখন করবেন তা আপনার সুবিধা অনুযায়ী ভাগ করে নিন।
* পরের দিনের কাজের তালিকা আগের দিন দেখে নিন।
*কোনো আমল নির্দিষ্ট দিনে করতে না পাররে পরবর্তী দিনে হলেও করে নিন।
* দৈনিক চেকলিস্টের কাজগুলো নিয়মিত করার চেষ্টা করুন। যে কাজগুলো করেছেন, দিন শেষে সেগুলোতে টিকচিহৃ দিন।
* সালাত ট্র্যাকারে দুইটি বৃত্ত থাকবে। একটি ফরজ সালাত আদায়ের জন্য আর একটি সুন্নত সালাতের জন্য। পুরুষরা যদি ফরজ সালাত জামায়াতে আদায় করে থাকেন, দুই বৃত্তে টিকচিহৃ দিন আর একাকী আদায় করলে এক বৃত্তে চিকচিহৃ দিন।
* আজকের বিশেষ অর্জন এ প্রতিদিন িএমন একটা বিশেষ কাজের কথা লিখুন, যা করতে পেরে আপনি পরিতৃপ্ত।
এই বইটির প্ল্যান খুবই- চমৎকার হয়েছে। এক দিক দিয়ে আমরা আমাদের পাপ কাজ থেকে মুক্ত থাকবো অপরদিক থেকে আবার আমাদের আমল ও হবে কেন এই বইয়ে রয়েছে ত্রিশ দিন ব্যাপী রামাদান উপলক্ষে ত্রিশটি হাদিস, ত্রিশটি আয়াত, ত্রিশ টি দুআ এবং ৯০ টি আল্লাহর নাম সমূহ। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে রমাদান প্ল্যানার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আস-সুন্নাহ ফাউন্ডেশন |
বইয়ের ধরণঃ | আত্মশুদ্ধি বিষয়ক |
বইয়ের সাইজঃ | 18.5 MB |
প্রকাশ সালঃ | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | |
অনুবাদকঃ |