রসূলের যুগে নারী স্বাধীনতা ৪র্থ খন্ড
রসূলের যুগে নারী স্বাধীনতা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড। নারী ও পুরুষ নিয়ে মানুষের সমাজ গঠিত। সভ্যতার বিবর্তনের বিভিন্ন পর্যায়ে নারীকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মুল্যায়ন করা হয়েছে। নারীর ভুমিকাও ছিল বিভিন্ন পর্যায়ে বিভিন্নরূপ। বিভিন্ন ধর্মগ্রন্থেও নারীকে দেখা হয়েছে। ভিন্ন ভিন্ন দৃষ্টি দিয়ে। সম্প্রতিককালে নারী অধিকার ও নারীর ভূমিকা নিয়ে আলোচনা।
সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে। বিশ্ব সংস্থা ও আন্তর্জাতিক পর্যায়ে নারীর ক্ষমতায়নের বিষয়টি অত্যন্ত পাচ্ছে। পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির দৃষ্টিকাণ থেকেই নারী আন্দোলনের বিষয়টিকে এগিয়ে নেয়া হচ্ছে।
আরও দেখুনঃ রাসুল সাঃ এর ২৪ ঘন্টা pdf বই ডাউনলোড
চতুর্থ খন্ডের নাম মুসলিম নারীর হিজাব বা পর্দা রাখা হয় নি কেন? গ্রন্থের এ খন্ডে ঘরের ভেতরে অথবা বাইরে গায়ের মাহরাম লোকদের সামনে মুসলিম নারীর পোশাক ও সাজসজ্জা সম্পর্কে আলোচনা করা হয়েছে। বর্তমানে আমাদের লেখকদের।
এমন কি সাধারণ মানুষের কাছেও শরীয়তের পোশাকের নামে হিজাব একটি বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। এই সংগে পর্দাক-আবৃত শব্দটির ব্যবহার এই ধরণের পোষাক-পরিহিতা মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সত্য কথা হলো, এ শব্দটি পারিভার্ষিক অর্থে তেমন প্রসিদ্ধি লাভ করেনি, যেভাবে তারা বলে থাকে। কিন্তু মুহাদ্দিসগণের হিজাব শব্দের পারিভার্সিক অর্থ ব্যবহার করা থেকে দূরে থাকার নানাবিধ কারণ ছিল।
আরও দেখুনঃ দরূদ শরিফের মাসায়েল pdf বই ডাউনলোড
পবিত্র কুরআনে বর্ণিত আল হিজাব শব্দের অর্থে ব্যবহার মুহাদ্দিসগনের পরিভাষার বিপরীত । মহান আল্লাহ বলেন: অর্থা; জান্নাতবাসীরা দোযখবাসীদেরকে ডেকে বলবে, আমাদের রব আমাদের কাছে যে ওয়াদা করেছেন আমরা তা সত্য পেয়েছি।
তোমাদের রব তোমাদের কাছে যে ওয়াদা করেছেন তোমরা কি তা সত্য পেয়েছো? তারা বলবে হ্যাঁ। অতঃপর ঘোষণাকারী তাদেরকে বলবে, অত্যাচারীদের ওপর আল্লাহর লানত , যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো এবং বক্রতা অনুসন্ধান করতো, তারাই পরকাল অস্বীকারকারী। উভয়ের মধ্যে হিজাব বা পর্দা থাকতে হবে।
আরও দেখুনঃ কালিমার মর্মকথা pdf বই ডাউনলোড
নিচে রসূলের যুগে নারী স্বাধীনতা ৪র্থ খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 9.37 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ আব্দুল হালীম আবু শুককাহ অনুবাদঃ ড. আবুল কালাম পাটওয়ারীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ