রহমানের বান্দাদের গুণাবলী pdf বই ডাউনলোড।অর্থাৎ- রহমান-এর বান্দা তারাই যারা জমীনের উপর বিনয়ী হয়ে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলে তারা বলে সালাম। এবং যারা রাত কাটায় তাদের রবের উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দাড়িঁয়ে। এবং যারা বলে হে আমাদের রব- পালনকর্তা!আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তিকে সরিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিরবচ্ছিন্ন।
বসবাস ও আবাসস্থল হিসেবে এটি কতইনা নিকৃষ্ট। এবং তারা যখন খরচ করে তখন অপচয় করে না, কৃপণতাও করে না বরং এতদুভয়ের মাঝামাঝি ভারসাম্যপূর্ণ এবং যারা আল্লাহর সাথে অন্যকোন ইলাহের ইবাদত করে না। আল্লাহ যার হত্যা অবৈধ করেছে সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না।
আরও বই ইসলামিক বই দেখুনঃ
- আল্লাহর নাম ও গুণাবলী pdf বই ডাউনলোড
- ফাজায়েলে আমল ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- অধিকারীর অধিকার pdf বই ডাউনলোড
- অধিকারীর অধিকার pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ১ম খন্ড pdf বই ডাউনলোড
যারা এ কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুন করা হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। তবে যারা তাওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ তাদের অপরাধগুলোকে পূণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যে তাওবা করে ও নেক আমল করে সে সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয়।
না এবং যখন অর্থহীন ও অনর্থক কাজকর্মের সম্মুখীন হয় তখণ নিজ সম্মান-মর্যাদা রক্ষা কের ভদ্রভাবে চলে যায় এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হলে বধির ও অন্ধের মত আচরণ করে না। এবং যারা বলে হে আমার প্রভু! আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতাস্বরূপ বানিয়ে দাও এবং আমদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দাও। তাদেরকে তাদের ধৈর্যর প্রতিদান জান্নাতের কক্ষ প্রদান করা হবে।
সেখানে তারা চিরকাল বসবাস করবে। বসবাস ও আবাসস্থল হিসেবে তা কতইনা উত্তম! বল! আমার প্রভু তোমাদেরকে পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাক, তোমরা মিথ্যা বলছ। অতএব শীঘ্র তোমরা সম্মুখীন হবে অনিবার্য শাস্তির। (৬৩-৭৭; ফুরকান)
সূরা ফুরকান মক্কী সূরা। এর আয়াত সংখ্যা ৭৭টি । সুরাটিতে আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়ে জোর দেয়া হয়েছে। কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কার মুশরিকদের সন্দেহ ও সংশয়ের অপনোদন করা হয়েছে। কুরআন মজীদের আলোচনা দিয়েই সূরাটি শুরু হয়েছে। মুশরিকরা কখনো বলতো এটি প্রাচীন যুগের কল্পকাহিনী, আবার কখনো বলতো এটি মুহাম্মদের বানানো কিছু কথা। কখনো বা বলতো এটি তো সুস্পষ্ট যাদু। আল্লাহ তাদের এসব ধারণাকে খন্ডন করে জানালেন যে, এটি তিনিই তারঁ বান্দার উপর নাযিল করেছে।
নিচে রহমানের বান্দাদের গুণাবলী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | আল্লাহর দ্বিদার |
বইয়ের সাইজঃ | 1.21 MB |
প্রকাশ সালঃ | ২০১২ সাল |
বইয়ের লেখকঃ | আবুল কাসেম মুহাম্মদ আব্দুর রশীদ |
অনুবাদঃ |