রাতের সালাত
রাতের সালাত pdf বই ডাউনলোড। তাহাজ্জুদের আভিধানিক অর্থঃ আরবীতে বলা হয় : লোকটি রাতে ঘুমিয়েছে । রাতে সালাত আদায় করেছে আর হচ্ছে ঘুম থেকে ঊঠে সালাতে দন্ডায়মান ব্যক্তি ।
দ্বিতীয় ; তাহাজ্জুদের হুকুম : তাহাজ্জুদের সালাত সুন্নতে মুয়াক্কাদাহ ।
কুরআন , সুন্নাহ ও উম্মতের ইজমা দ্বারা তা প্রমাণিত । আল্লাহ তা ‘আলার রহমানের বান্দাদের গুণাগুণ সম্পর্কে বলেন , “আর যারা তাদের রবের জন্য সাজদারত ও দন্ডায়মান হয়ে রাত্রি যাপন করে (সূরা আল ফুরকান , আয়াত ৬৪ ) অন্যত্র তিনি মুত্তাকীদের গুণাগুণ আলোচনায় বলেন।
আরও দেখুনঃ নারীর স্বাধীনতা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
“রাতের সামান্য অংশ এরা ঘুমিয়ে কাটাত আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ার রত থাকত (সূরা আয – যারিয়াত , আয়াত ; ১৭-১৮ ) আল্লাহ তা আলা পূর্ণ ইমানদার বান্দাদের সম্পর্কে বলেন , ”তাদের পার্শদেশ বিছানা থেকে আলাদা হয় তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে । আর আমরা তাদেরকে যে রিযিক দান করেছি , তা থেকে তারা ব্যয় করে ।
গভীর রাতে ও সালাত আছে তবে সেই সালাত গুলো অনেক গুরুত্বপূর্ণ।
অতঃপর কোনো ব্যক্তি ঝানে না তাদের জন্য চোখ জুড়ানো কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে , তারা যা করত ,তার বিনিময়স্বরপ “(সূরা আস- সাজদাহ , আয়াত : ১৬-১৭)
তিনি অন্যত্র বলেন : তারা রাতের বেলায় আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে এবং তারা সাজদাহ করে ’ । (সুরা আল ইমরান , আয়াত ; ১১৩) তিনি আরো বলেন , ‘এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী’(সুরা আল ইমরান ,অয়াত ১৭ )।
আরও দেখুনঃ মহিলাদের প্রশ্নের জবাব ২য়-খন্ড pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা সেসব পরিপূর্ণ মুমিনদের ইলম ও মর্যাদার উচ্চ শিখরে ভুষিত করেছেন , যারা রাতে সালাত আদায় করে । তিনি বলেন , ‘যে ব্যক্তি রাতের প্রহরে সাজদাবনত হয়ে ও দাড়িঁয়ে আনুগত্য প্রকাশ করে , আখিরাতের ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে (সে কি তার সমান যে এরুপ করে না ) বল , ‘যারা জানে না তারা কি সমান ? ।
বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। (সুরা আয-যুমার ,আয়াত:৯ ) আল্লাহ তাআলার নিকট রাতের সালাতের গুরুত্ব অধিক , তাই তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন ,“হে চাদর আবৃত! রাতের সালাতে দাড়াও কিছু অংশ ছাড়া ।রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম । অথবা তার চেয়ে একটু বাড়াও । আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি কর ’ (সুরা আল মুযযাম্মিল , আয়াত :১-৪)।
আরও দেখুনঃ কেয়ামতের আলামত pdf বই ডাউনলোড
নিচে রাতের সালাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ সালাত বিষয়ক বইয়ের সাইজঃ 2.51 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ড. সাঈদ ইবন আলী ইবন ওয়াহফ আল-কাহতানী অনুবাদঃ সানাউল্লাহ নজির আমহদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ