রাতের সূর্য pdf বই ডাউনলোড। পৃথিবীর পাঁচটি মহাদেশের মধ্যে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা এই চারটি মহাদেশের অধিকাংশ প্রসিদ্ধ ও উল্লেখযোগ্য দেশসমূহে আমার প্রায়ই যাওয়ার সুযোগ হয়ে থাকে। তবে পঞ্চম মহাদেশ অর্থাৎ অষ্ট্ৰেলিয়ায় ইতিপূর্বে আমার কখনো যাওয়া হয়নি। কয়েক বারই সেখানকার বন্ধুগণ সেখানে যাওয়ার জন্য দাওয়াত করেন। কিন্তু আমার ব্যস্ততার কারণে চূড়ান্ত কোন প্রোগ্রাম হয়ে ওঠেনি। গত বছর অক্টোবরে গোল্ডকোষ্টের মাওলানা আসাদুল্লাহ তারেক সাহেব করাচী তাশরীফ আনেন।
তিনি খুব গুরুত্ব সহকারে অস্ট্রেলিয়া আসার জন্য আমন্ত্রণ জানান। আমি আমার সময়সূচীকে সামনে রেখে জানাই যে, ১৪১১ হিজরীর জুমাদাস সানিয়া মাসে (এপ্রিল, ২০০০) আমার জন্য সেখানে যাওয়া সম্ভব হবে। কারণ, তখন মাদরাসায় ত্রৈমাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে সময় আমি ইনশাআল্লাহ একসপ্তাহ বা দশদিন অস্ট্রেলিয়ায় ভ্রমণের জন্য বের করতে পারব।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
মাওলানার প্রচেষ্টায় কুইন্সল্যাণ্ডের একটি ইসলামী সোসাইটি আমাকে নিমন্ত্রণ করে। ফলে ২৫শে এপ্রিল ২০০০ খৃষ্টাব্দ থেকে ৫ই মে ২০০০ খৃষ্টাব্দ পর্যন্ত আমি অস্ট্রেলিয়া ভ্রমণ করি। এ সফরের অনেক কিছু পাঠক সমাজের উপকার ও মনোরঞ্জনের কারণ হবে বলে আমি আশা করি বিধায় এর সামান্য কিছু বিবরণ এখানে তুলে ধরছি।
সফরের বৃত্তান্তে যাওয়ার পূর্বে অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত পরিচিতি এবং সেখানে মুসলমানদের সংক্ষিপ্ত ইতিহাসের উপর একবার নজর বুল্লনো সমীচীন হবে।
অষ্ট্রেলিয়া পৃথিবীর সর্বকনিষ্ঠ মহাদেশ। মহাদেশটি ভারত সাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত। ভূতাত্ত্বিকদের বক্তব্য, এখানকার শীলাসমূহের বয়স অনুপাতে এটি পৃথিবীর প্রাচীনতম মহাদেশ, যা সবার শেষে আবিষ্কৃত হয়। সাধারণতঃ প্রসিদ্ধ এই যে, বৃটিশ নেভী ক্যাপ্টেন জেমস কুক সর্বপ্রথম ১৭৭০ খৃষ্টাব্দে অস্ট্রেলিয়া আবিষ্কার করেন। তবে কথাটি এতটুকু পর্যন্ত সঠিক যে, একটি সভ্য দেশ হিসেবে অষ্ট্রেলিয়ার ইতিহাস জেমস কুকের নৌভ্রমণের ফলে সূচিত হয়।
তবে ইতিপূর্বেও এ মহাদেশে অনেক লোকের পৌঁছার সাক্ষী বিদ্যমান রয়েছে। আর এ কথা তো খুবই স্পষ্ট যে, যখন বৃটিশ অধিবাস গ্রহণকারীরা অষ্ট্ৰেলিয়ায় পৌঁছে, তখন সেখানে একটি জাতি পূর্ব থেকেই বিদ্যমান ছিল, যারা শত শত বছর ধরে সেখানে বসবাস করে আসছিল। তাদেরকে এবোরজিনিস (Aborginies) বলা হয়। এরা যদিও অসভ্য গোত্রীয় লোকরূপে এখানে বসবাস করছিল, তবুও তাদের সংখ্যা সেসময় কমপক্ষে তিন লক্ষ ছিল। তাদের দেহের গঠন ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন দ্বারা প্রতীয়মান হয় যে, এরা ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে ভ্রমণ করে এখানে এসে পৌঁছে। আরও বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে রাতের সূর্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল আশরাফ |
বইয়ের ধরণঃ | সফর বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.11 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মুফতী মুহাম্মাদ তাকী উসমানী |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুহাম্মাদ জালালুদ্দিন |