রামাদান ম্যানুয়াল pdf বই ডাউনলোড। উম্মাহর সকল আলিম এ-বিষয়ে একমত, রামাদানের সিয়াম সুস্থমস্তিষ্ক- সম্পন্ন প্রাপ্তবয়স্ক,সকল মুসলিমের ওপর ফরজ। কুরআনের আলোকে সাউম মহান আল্লাহ বলেন- অর্থাৎ- মুমিনগণ, তোমাদের ওপর সাউম ফরজ করা হয়েছে।
যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর। যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার। আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন- ইসলামের ভিত্তি পাচঁটি, ১. এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। ২। সালাত আদায় করা।৩। জাকাত প্রদান করা। ৪। রামাদানে সিয়াম পালন করা। ৫। হজ সম্পাদন করা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভালোবাসার রামাদান pdf বই ডাউনলোড
- তরুণ ও মাহে রামাদান pdf বই ডাউনলোড
- প্রোডাক্টিভ রামাদান pdf বই ডাউনলোড
- ধুলিমলিন উপহার রামাদান pdf বই ডাউনলোড
- রামাদ্বান প্ল্যানার pdf বই ডাউনলোড
ইসলামের বুনিয়াদিছ পাচঁটি রুকনের একটি এই সিয়াম। যা প্রতিটি প্রাপ্তবয়স্ক-সুস্থ মস্তিস্কসম্পন্ন ব্যক্তির ওপর ফরজ। কয়েজকজন দ্বীনি ভাই-বন্ধু কুরআন-হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন সংক্রান্ত সহিহ মতামত জানতে বরাবরই জানার সুযোগ নেই। আবার আমাদের জেনারেল পড়ুয়া অনেকেরই সহিত শুদ্ধভাবে আমল করার আগ্রহ থাকা সত্ত্বেও বিশুদ্ধ দিক-নির্দেশনা মূলক পুস্তিকা হাতের নাগালে পাওয়া সম্ভব হচ্ছে না।
এসব কথা চিন্তা করে রব্বে কারিমের অনুগ্রহের তামান্না বুকে নিয়ে পূর্বসূরি আলিমগণের অনুকরণে বছরের ইবাদাতের পর্বগুলো পৃথক পৃথকভাবে পুস্তিকাকারে প্রকাশের মনস্থ করি। ইতোমধ্যে তাজকিয়া পাবিলকেশনের মুহতারাম প্রকাশক মুফতি আসআদ আলী ভাইয়ের সাথে আলোচনা করলে প্রস্তাবনাটি তিনিও সাদরে বরণ করেন ও উৎসাহ দেন।
কলেবর বৃদ্ধির আশঙ্কায় সক্ষিপ্ত এই পুস্তিকাতে আলোচিত মাসআলা মাসায়েলে হাদিস বা ফিকহি গ্রন্থের দলিল-প্রমাণ উল্লেখ সীমিত করা হয়েছে। এর অর্থ মোটেও এমন নয়-এসবের কোনো ভিত্তি নেই বা এসব জনশ্রুতি বা ব্যক্তিমত বিশেষ; বরং একাধিক অভিজ্ঞ মুফতির সম্পাদনায় মাসআলাগুলো সত্যায়ন করা হয়েছে। বিস্তারিত দলিল আমাদের সংগ্রহে আছে। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে রামাদান ম্যানুয়াল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | তাজকিয়া পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | রোজা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 5.20 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ জিহাদুল ইসলাম |
অনুবাদকঃ |