রাসূলুল্লাহর শিক্ষাদান পদ্ধতি pdf বই ডাউনলোড। মু’আবিয়া ‘আস-সুলামী (রা) অতি সহজ-সরল ভাষায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে তাঁর যে অভিব্যক্তি প্রকাশ করে গেছেন, রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবির্ভাবের পূর্বের ও পরের মানবজাতির ইতিহাস তাঁর সেই অভিব্যক্তি শতভাগ সত্য বলে সাক্ষ্য দিচ্ছে। মানবজাতির শিক্ষা ও প্রশিক্ষণের ইতিহাসে যে সকল মনীষীর নাম শ্রেষ্ঠ শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে পাওয়া যায়, আমাদের এই মহানবীর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সামনে তাদেরকে অতি ম্রিয়মান দেখা যায় ।
একজন বরেণ্য শিক্ষকের সত্যিকার পরিচয় যেমন তাঁর কৃতী ছাত্রদের মাধ্যমে পাওয়া যায়, তেমনি ইতিহাসে তাঁর স্থান ও মর্যাদাও নির্ধারিত হয় অনেকটা তাঁদেরই দ্বারা। যে বিশাল সংখ্যক শিক্ষার্থী এই মহান শিক্ষকের নিকট শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন এবং যাঁদের সংখ্যা হবে লক্ষাধিক, পৃথিবীর ইতিহাসে কোন শিক্ষকই কি সমসংখ্যক শিক্ষার্থীর শিক্ষক বলে দাবী করতে পারবেন? শুধু কি সংখ্যার দিক দিয়েই অতুলনীয় ছিলেন? না, তা নয়, বরং তাঁদের শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মানের দিক দিয়েও তাঁর তুলনা নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
আমরা যাঁদেরকে রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাহাবী বলি, তাঁরাই তো ছিলেন তাঁর ছাত্র-ছাত্রী। মাত্র তেইশ বছর তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ লাভ করেন। তাঁর সকল ছাত্র-ছাত্রী কিন্তু পূর্ণ তেইশ বছর তাঁর দারসে (পাঠ দানের আসরে) বসার সুযোগ পাননি। অনেকে হয়তো তেইশ বছয়ই পেয়েছেন, যেমন : আবূ বাকর, উছমান, ‘আলী (রা) ও আরো অনেকে; কিন্তু অনেকে দশ, পাঁচ, দুই, এক বছর এবং অনেকে
কয়েক মাস মাত্র বসেছেন। পরবর্তীকালের মানুষ তাঁদের শিক্ষাগত যোগ্যতা, তাঁদের উপর অর্জিত জ্ঞানের প্রভাব, তাঁদের নৈতিকতা এবং স্ব-স্ব ক্ষেত্রে তাঁদের সাফল্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। মানবজাতির ইতিহাসের বিস্ময়কর নায়ক ‘উমার ইবনুল খাত্তাব (রা)। মক্কায় রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চরম দুশমনির মধ্য দিয়ে তাঁর ছয়টি বছর কেটে যায়।
যখন তিনি সত্যকে জানলেন তখন তাঁর জীবনেরও অর্ধেক কেটে গেছে। এই দীর্ঘ সময়ে তিনি কিন্তু মক্কার কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেননি। মক্কার মানুষের নিকট একজন রগচটা ও দুর্ধর্ষ ধরনের মানুষরূপে পরিচিত ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শিক্ষার আসরে বসলেন । ইতিহাসে তাঁর স্থান কোথায় তা পৃথিবীর মানুষের সামনেই আছে ।
নিচে রাসূলুল্লাহর শিক্ষাদান পদ্ধতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | বাংলাদেশ ইসলামিক সেন্টার |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ এর শিক্ষা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.25 MB |
প্রকাশ সাল | ২০১১ সাল |
বইয়ের লেখকঃ | ড. মুহাম্মদ আবদুল মাবুদ |
বইয়ের অনুবাদকঃ |