রাসূলুল্লাহ সাঃ এর কান্না pdf বই ডাউনলোড। কান্না মানুষের এক সহজাত প্রবৃত্তি। কান্নায় মানুষের নম্রতা ও বিনয়ীভাব প্রকাশ পায়। কান্নায় মানুষের বেদনা দূরীভূত হয়। অহংকারী মানুষ কাদঁতে পারে না্ তবে ধৈর্যহারা, কাপুরুষ, ভীতু ও বিলাপকারীর কান্না প্রশংসনীয় নয়। আল্লাহর ভয়ে ক্রন্দন একজন মুমিন ব্যক্তির সবচেয়ে বড় যোগ্যতা । কান্না আত্মশুদ্ধির প্রতিভু।
নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রুবিসর্জনকারীকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়াপ্রাপ্ত সাত শ্রেনীর একজন বলা হয়েছে। রাসূল সাঃ বলেছেন, দুটি ফোটাঁ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়; তন্মধ্যে একটি হলো আল্লাহর ভয়ে প্রবাহিত অশ্রু ফোটাঁ। (জামে তিরমিজি)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মহিলাদের বয়ান ১ম- ৩য় pdf বই ডাউনলোড
- কাশ্মীরের কান্না pdf বই ডাউনলোড
- অতিথি পাখির কান্না pdf বই ডাউনলোড
- আল্লাহর ভয়ে কাঁদা pdf বই ডাউনলোড
- লাভ ক্যান্ডি pdf বই ডাউনলোড
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দরদী মনের মানুষ। তিনি সহজেই কাদঁতে পারতেন। তিনি নিষ্পাত হওয়া সত্তেও সব সময় বেশি বেশি তাওবাহ, ইসতিগফার, সালাত, সুযুদ ও আত্মসমালোচনার মাধ্যমে আল্লাহর ভয়ে ক্রন্দন করতেন। তিনি ছিলেন বিশ্বের সেরা বিপ্লবী ও সমাজ সংস্কারক।
তিনি যেমন ছিলেন অন্যায়- অত্যাচার, জুলুম-নির্যাতন, কুফুর-শিরকের বিরুদ্ধে বজ্র কঠোর, তেমনি মানবতার জন্য তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী একজন নেতা। এ জন্য তার নেতৃত্ব সবসময় অনুসারীদের ভালবাসায় সিক্ত ছিল। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে রাসূলের সাঃ এ শুনের কথা এভাবে স্বীকৃতি দেন: হে নবী, এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে, তুমি তাদের প্রতি খুবই কোমল হৃদয়ের অধিকারী।
যদি তুমি রুক্ষ স্বভাবের বা কঠোর চিত্তের হতে তাহলে তারা সবাই তোমার চারপাশে থেকে সরে যেত। (সূরা আলে ইমরান ১৫৯)। রাসূলের সাঃ-এর কোমলতার বহিঃপ্রকাশ ঘটত বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন প্রসঙ্গে তার অন্তর বিগলিত করা কান্নার মাধ্যমে।
আলোচ্য রাসূলুল্লাহ সাঃ- এর কান্না বইটিতে সেসব ঘটনাই চমৎকারভাবে সংকলন করেছেন ড. আবদুল মান্নাব ও ড. রাশীদাহ। এতে লেখকদ্বয় আল্লাহর রাসূল সাঃ-এর বিভিন্ন প্রসঙ্গে কান্নার ঘটনা উল্লেখ করে মুমিন জীবনে কান্নার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এ ছাড়া কান্না বিষয়ে প্রাসঙ্গিক অনেক তত্ত্ব ও তথ্যের সমাহার ঘটিয়ে বইটিকে আরো সমৃদ্ধ করেছেন।
নিচে রাসূলুল্লাহ সাঃ এর কান্না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বিন্দু প্রকাশ |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 6.38 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | ডাঃ মুহাম্মাদ আব্দুল মান্নান-গং |
অনুবাদঃ |