রাসূলের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড । দুনিয়া এক রহস্য-ঘেরা জায়গা! এখানে মানুষ আসে। শৈশব, কৈশোর ও তারুণ্যের সিঁড়ি বেয়ে বার্ধর্কে পৌঁছে। তারপর হঠাৎ একদিন চলে যায়। কোত্থেকে এলো, কেন এলো, কোথায় গেলো – এসব প্রশ্ন প্রত্যেক মানুষের মনে বারবার উঁকি দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা দুনিয়ার মোহ ও সুখ-ভোগের নেশার নিচে চাপা পড়ে থাকে।
দুনিয়ার সাথে মানুষের সম্পর্ক কী? মানুষ কেন এখানে আসে, আবার কেনই বা এখান থেকে চলে যায়? এখানে তার করণীয় কী? দুনিয়ার কতোটুকু অংশ গ্রহণীয়, আর কতটুকু বর্জনীয়? এসব প্রশ্নের স্পষ্ট জবাব দেওয়ার জন্য আল্লাহ তায়ালা মানুসের সূচনা লগ্ন থেকেই নবী-রাসূল পাঠিয়েছেন।
পক্ষান্তরে কতিপয় দার্শনিকও নানাভাবে এসব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছেন।
তবে, অধিবিদ্যা এর এসব প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে দার্শনিকদের একমাত্র ভিত্তি হলো, ‘আন্দাজ-অনুমান’। বিপরীত দিকে, নবী-রাসূলদের জবাবের ভিত্তি হলো ওহি – নির্ভূলতম জ্ঞান।
দুনিয়া সম্পর্কে নবি-রাসূল, সাহাবী ও তাবিয়িদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি কী – তা নিয়ে হিজরি দ্বিতীয় শতকের খ্যাতিমান হাদীসবিশারদ ইমাম আহমাদ ইবনু হাম্বাল রহঃ একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটির নাম কিতাবুয যুহ্বদ। ‘যুহদ’ শব্দের আভিদানিক অর্থ দুনিয়া-বিরাগ।
রাসূলের চোখে দুনিয়া বিষয়ক আরও বই দেখুনঃ
- সাহাবিদের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
গ্রন্থটির নবী-রাসূল অংশের তিনি মুহাম্মদ সাঃ, আদম আঃ, নূহ, ইবরাহীম, ইয়াকূব, ইউসূফ, আইয়ূব, ইউনুস, মূসা, দাঊদ, সুলাইমান, ইয়াহইয়া ও ঈসা আঃ প্রমুখ নবী রাসূলের দুনয়িা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি তুরে ধরেছেন। বিষয়বস্তুর দিকে খেয়াল রেখে বাংলা অনুবাদে এ অংশের নাম দেওয়া হয়েছে রাসূলের চোখে দুনিয়া। কিতাবুয যুহদ এর বাদবাকি অংশ যথাক্রমে সাহাবিদের চোখে দুনিয়া ও তাবিয়িদের চোখে দুনিয়া শিরোনামে প্রকাশ করবো।
ইমাম আহমাদ ইবনু হাম্বাল রহঃ ১৬৪ হিজরি ৭৮০ খ্রিষ্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন। অতি অল্প বয়সে তিনি তাঁর পিতাকে হারান। বাগদাদে তিনি আইন, হাদীস ও অভিধানশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। তখন তিনি কিছুদিনের জন্য ইমাম আবূ হানীফা’র প্রধান ছাত্র ও তৎকালীন প্রধান বিচারপতি ইমাম আবূ ইউসূফের পাঠচক্রে হাজিরা দিয়েছিলেন। তবে বাগদাদে তিনি ছিলেন ইমাম শাফিয়ি’র একান্ত ছাত্র।
পরবর্তীতে তিনি হাদীস শাস্ত্রের দিকে পূর্ণ মনোনিবেশ করেন। বিশুদ্ধ হাদীসের সন্ধানে তিনি কুফা, বসরা, মক্কা, মদীনা, ইয়েমেন ও শাম, মরক্কো, আলজেরিয়া, পারস্য, খোরাসান, মিডিয়অ প্রভৃতি অঞ্চল ভ্রমণ করেন।
নিচে রাসূলের চোখে দুনিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল বায়ান |
বইয়ের ধরণঃ | কুরআন বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 10.1 MB |
প্রকাশ সালঃ | 2017 |
বইয়ের লেখকঃ | ইমাম আহমাদ ইবনু হাম্বাল রহঃ |
অনুবাদঃ | জিয়াউর রহমান মুন্সী |