রাসূল সাঃ এর প্র্যাকটিক্যাল নামায pdf বই ডাউনলোড। আল্লাহ তায়ালা তারঁ রাসুল সাঃকে নবুওয়াত ও রেসালাতের মতো শুরু দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনিও এ দায়িত্বকে পরিপূর্ণরূপে পালন করে গেছেন।
যেহেতু তিনি মানব জাতির মহান শিক্ষক তাই তিনি মানব জাতির জন্য কথা ও কাজের মাধ্যমে যেসব বিষয়ের শিক্ষা দিয়েছেন তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে নামায। রাসূলে সাঃ-কে জিব্রাঈল আঃ বাস্তবে হাতে কলমে নামাজ শিক্ষা দিয়েছেন। আর রাসুল সাঃ-ও তার সাহাবীকে সেরূপ শিক্ষা দিয়েছেন।
আরও দেখুনঃ রোযাদারের মনোযোগ আকর্ষন pdf বই ডাউনলোড
একদা রাসুল সাঃ মিম্বরের উপর দাড়িয়ে এবং রুকু করে নামায পড়েন। অতঃপর সাহাবাদেরকে বরেনঃ আমি এমনটি করলাম এ জন্য যাতে করে তোমরা আমার অনুকরণ করতে পার এবং আমার নামায শিখতে পার। (বুখারী ও মুসলিম)।
আমরা রাসূল সাঃ যেভাবে নামায পড়তেন ঠিক সেই ভাবেই পড়ার চেষ্টা করব।
তিনি আমাদের উপর তারঁ অনুসরণ করা ওয়াজিব করেছেন। তারঁ বাণী হচ্ছে তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখ ঠিক সেভাবে নামায পড়। (বুখারী,মুসলিম ও আহমাদ) যে ব্যক্তি তার নামাযের মত যত নামায পড়বে তাকে তিনি সুসংবাদ দিয়েছেন এ মর্মে যে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলে ওয়াদা করেছেন, যেমন তিনি বলেন- মহান আল্লাহ পাচঁ ওয়াক্ত নামায পরয় করেছেন।
আরও দেখুনঃ সাইন্স ফ্রম আল কোরআন pdf বই ডাউনলোড
যে ব্যক্তি এগুলোর জন্য সুন্দরভাবে ওযু সম্পাদন করবে, আর ঠিক সময় মত তা আদায় করবে, এর রুকু, সাজদা ও খুশুখুযু বিনয়ভাবে পূর্ণমাত্রায় পালন করবে, আল্লাহ তার ব্যাপারে ওয়াদা দিয়েছেন যে, তিনি তাকে ক্ষমা করবেন, আর যে এমনটি করবে না তার ব্যাপারে আল্লাহর কোন অঙ্গীকার নেই। তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন আর তিনি ইচ্চা করলে তাকে শাস্তিও দিতে পারেন। (আবু দাউদ হাদীস নং-৪৫১ ও১২৭৬)।
আর নবী করীম সাঃ-এর নামাযের সাথে এর মিল ও গরমিলের উপর পারিশ্রামিকেরও কম বেশি হয়। যেমন তিনি হাদীস বলেন- অর্থাৎ নিশ্চয়িই কিছু বান্দা এমন নামাযও পড়ে যার বিনিময়ে তার জন্য কেবল নামাযের এক দমমাংশ,নবমাংশ, অষ্টমাংশ, সপ্তমাংশ,যষ্ঠাংশ,পঞ্চামাংশ, চতুর্থাংশ,তৃতীয়াংশ,অর্ধাংশ লিখিত হয় (আবু দাউদ হাদীস নং-৭৬১) নামাজে রফই ইয়াদাইন স্বশব্দে আমীন বলা;বুখের উপর হাত বাধাঁ ইত্যাদি এগুলো মূলত সহীহ হাদীসেরই নির্দেশনা।
আরও দেখুনঃ সাহাবায়ে কেরামের গল্প pdf বই ডাউনলোড
নিচে রাসূল সাঃ এর প্র্যাকটিক্যাল নামায pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন বইয়ের ধরণঃ সালাত বিষয়ক বইয়ের সাইজঃ 9.31 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ ইবনে ইবরাহীম আততুওয়াইজিরী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ