রিজওয়ানুল কবির সানিন ভাইয়ের লেখা pdf বই। মানুষের সাথে মানুষের সম্পর্কে গুলো অদ্ভুত। এই সম্পকগুলো একবার ভেঙ্গে গেলে আর কখনও জোড়া লাগে না। যদি কিছুটা লাগেও, ক্ষত থেকেই যায়, যে ক্ষত থেকে রক্তক্ষরণ হয় বারবার। বারবার পুরনো কষ্টের স্মৃতিগুলো মনে পড়ে। মাঝে মাঝে সেটা প্রকাশও পায় মুখের ভাষাতে, আচার আচরণে। রাগ ক্ষোভ শ্লেষ মেশানো এই আচরনের পেছনে যদিও রয়ে গেছি বিশাল দুঃখের ইতিহাস, কিন্তু অপর মানুষটি সেটা বুঝতে পারে না আবার ধরে যায় ফাটল। আবার ভাঙ্গে সম্পর্ক।
মানুষের সাথে তারঁ রবের সম্পর্কটা আরও অদ্ভুত। এখানেও বারবার সম্পর্ক ভাঙ্গে। কিন্তু সেটা প্রতিবারই হয় একতরফা। মানুষই ভেঙ্গে দেয় এমন সম্পর্ক সেই সরে যায় তারঁ রবের কাছ থেকে। কিন্তু রব্বে করিম সরেন না এক ইঞ্চিও।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সত্যের ডাক pdf বই ডাউনলোড
- বেরলবী মতবাদ pdf বই ডাউনলোড
- মরু সিংহ pdf বই ডাউনলোড
- মোহাম্মাদ তোয়াহা আকবর ভাইয়ের স্ট্যাটাস pdf বই
- সাজিদ করিম ভাইয়ের কয়েকটি লেখা pdf বই ডাউনলোড
আবার এই মানুষই ফিরে আসে। বারবার। রহমান তাকেঁ কাছে টেনে নেন। প্রতিবার। কখনও পুরনো কথা মনে করিয়ে খোটাঁ দেন না তিনি। কখনও তারঁ দরজা এই বিশ্বাসঘাতক বান্দার জন্য বন্ধুও করেন না। বড়ই অদ্ভুত বান্দার আচরণ! সে পারে এমন দয়াময় প্রতিপালককে ভুলে যেতে, সে পারে এমনই মধুর সম্পর্কর্কে ভুলে হাজারো তিক্ততায় ঘেরা সম্পর্কগুলোকে ভেতর নিজেকে ডুবিয়ে দিতে।
কিন্তু এই বান্দার রব! এমন কৃতজ্ঞকেও বারবার ডাকতে থাকেন , পরম মমতায় আছে কেউ ক্ষমা প্রার্থী! আমি তাকেঁ ক্ষমা করে দিব।এই অসহায় জাতিকে যিনি সৃষ্টি করেছেন তিনি অসহায় নয়, পরম পরাক্রমশালী। যার হাতের তৈরি এই নির্যাতিত কউম, তিনি অত্যাচারী নন, বরং অতি দয়ালু।
এ মানুষগুলো যখন অত্যাচারের স্বীকার হয়, যখন তারা হয় নিগৃহীত, আমাদের তুলনায় তিনি কষ্ট পান অনেক বেশি। তারপরও কেন তিনি সরাসরি সাহায্য পাঠান না, সেটা তিনিই ভাল জানেন।আল্লাহ তুমি কি দেখ না? একটু তো দয়া করো তোমার সাহায্য আর কবে আসবে?
তুমি কিভাবে পারো চুপ করতে থাকতে এসব বলার আগে যেন আমরা ভেবে দেখি, কার উদ্দেশে বলা হচ্ছে এ কথা গুলো? আমার দয়া, দরদ, রাগ ক্রোধ কি আল্লাহ তাআলা থেকেও বেশি। আমার বুদ্ধি বিবেচনা কি কার তুলনায় অধিক? যদি তা না হয় তাহলে কেন এভাবে কথা বলি।
নিচে রিজওয়ানুল কবির সানিন ভাইয়ের লেখা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ রিভিউ বিষয়ক বইয়ের সাইজঃ 19.2 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ নিজওয়ানুল কবির অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ