রিয়া (লোক দেখানো এবাদত)
রিয়া (লোকদেখানো এবাদত) pdf বই ডাউনলোড। রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আমার উম্মতের জন্য আমি যেই বিষয়টি সর্বাধিক আংশকা করিতেছি, তাহা হইল রিয়া ও গোপন খাহেশ। অন্ধকার রাতে কঠিন পাথরের উপর কাল পিপীলিকা চলাচল কলিলে যেমন টের পাওয়া যায় না, তদ্রুপ ইহা ও অনুভব করা যায় না।এই কারণেই মানুষেল চরম শত্র এই রিয়া ও গোপন খাহেশের উপস্থিতি সম্পর্কে বড় বড় আলেমগনও অনুভব করিতে পারেন না।
সুতরাং যাহারা আলেম নহে, এমন মূর্খ আবেদ ও মোত্তাকীদের পক্ষে তো উহা সম্পর্কে ওয়াকেফ হওয়ার কোন প্রশ্নই আসেনা। এই রিয়া হইল মানুষের জন্য চরম ক্ষতিকারক এক গোপন প্রতারণা। এই ক্ষতিতে আলেম, আবেদ, সাধক ও পরকালের পথিকগন লিপ্ত। কারণ এই শ্রেনীর লোকেরা রিয়াজত-মোজাহাদা ও সাধণার মাধ্যমে নিজেদের নফসকে পরাভুত করত; উহাকে যাবতীয় আত্মিক ব্যাধি হইতে মুক্ত করিয়া আল্লাহর আনুগত্য ও এবাদতের প্রতি নিবিষ্ট করিয়া রাখেন। এমতাবস্থায় তাহাদের আত্ম বাহ্যিক অঙ্গ-অবরয দ্বারা কোনরূপ গোনাহ করিতে পারে না।
আরও দেখুনঃ রাসূল এর সরকার কাঠামো pdf বই
তো রিয়াজত-মোজাহাদা ও আত্মার উপর ক্রমাগত যাতনার পর উহা হইতে মুক্তির একমাত্র যেই পথটি তাহাদের সম্মখে খোলা থাকে তাহা-হইল নিজেদের নেক আমলসমূহ প্রকাশ করিয়া সাধারণ মানুষের ভক্তি-শ্রদ্ধা আকর্ষন। সাধারণ মানুষের এই ভক্তি-শ্রদ্ধা ও সম্মাম লাভের ফলে আত্মার উপর রিয়াজত- মোজাহাদার যাতনা লাঘব হইয়া তদস্থলে এক অনাবিল আত্মসুখ অনুভুত হয়।
এই শ্রেনীর লোকেরা নিজেদের এবাদত ও নেক আমলসমূহ প্রকাশ করিয়া বেড়ায় এবং এইরূপ কামনা করে যেন মানুষ আমাদের রিয়াজত ও এবাদত সম্পর্কে অবগত হয়। অর্থাৎ নিজেদের এবাদত সম্পর্কে আল্লাহর অবগতিকে তাহারা যথেষ্ট মনে করে না। এই কারণেই মানুষের প্রশংসা লাভ করিয়া তাহারা তুষ্ট হয় আর আল্লাহর প্রশংসা করিয়া তাহাদের তৃপ্তি হয় না। তাহারা এই কথা ভাল করিয়া জানে যে, আমরা যদি এবাদত বন্দেগীতে লিপ্ত হইয়া যাবতীয় কামনা-বাসনা বর্জনপূর্বক সন্দেহযুক্ত বিষয় হইতে ও পরহেজ করিয়া চলি।
আরও দেখনুঃ রমনী pdf বই ডাউনলোড
নিচে রিয়া (লোকদেখানো ইবাতদpdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মোহাম্মদী লাইব্রেরী বইয়ের ধরণঃ সালাত বিষয়ক বইয়ের সাইজঃ 4.87 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ইমাম গাজ্জালী রহ. অনুবাদঃ মোহাম্মদ খালেদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ