রুমূয ই বেখূদী pdf বই ডাউনলোড। মানব সাথে যুক্ত মানব কিসের দ্বারা? সেই কাহিনীর সুত্র আদিম তত্ত্ব-হারা।সংঘ মাঝে ব্যক্তি মোরা দেখতে পারি, উদ্যান হতে পুস্পের ন্যায় তুলতে পারি।
স্বভাব তাহার যুক্ত গভীর ঐক্য মাঝে;
রক্ষা তাহার মাত্র কেবল সংঘ-মাঝে।
যিন্দিগীরিই রাজপথেতে জ্বালায় তারে.
জীবন-যুদ্ধ ক্ষেত্র শিখা জ্বালায় তারে।
পরস্পরের সংগে মানব যুক্ত হয়,
মুক্তা যেমন মাল্য-ডোরের যুক্ত হয়।
জীবন যুদ্ধে পরস্পরের বন্ধু সব,
একই কার্য ব্যস্ত যেমন কর্মী সব।
যুক্ত তারা পরস্পরের আকর্ষণে,
গ্রহের স্থিতি অন্য গ্রহের আকর্ষণে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলাম স্বীকৃত অধিকার pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- সানজাক ই উসমান pdf বই ডাউনলোড
- অপারেশন মাজার ই শরীফ pdf বই ডাউনলোড
- ইসলামী বিশ্বকোষ ১ম খন্ড pdf বই ডাউনলোড
ভূধর শৈলে যাত্রী দলের শিবির পড়ে,
কানন-বীথি মরুর বালু পাহাড়-চূড়ে।
শ্রান্ত-নিথর তানা-পড়েন কাজের তার,
অস্ফুট সব চিন্তাধারার মুকুল তার।
বজ্র-কন্ঠ বাদ্যযন্ত্র শব্দ-হীন,
সংগীত হয়নি সন্ধানেরেই কষ্ট ভোগ,
হয়নি পেতে নিরাশ হিয়ার দুঃখ-শোক।
সদ্যজাত মিলন-সভা সজ্জাহীন,
মদ্য তাহার স্বল্প এত, তূলায় লীন।
নবোদগত মাটির তরু সবুজ আজো,
আঙুর গাছের শিরায় রক্ত শীতল আজো।
দৈত্য-পরীর বিহার-ভুমি কল্পনা তার,
স্বকল্পনায় এস্ত হওয়া স্বভাব যে তার।
অপক্ব তার সত্তাভুমি ক্ষুদ্র আজো,
ভাবনা তাহার ছাদের নীচে বদ্ধ আজো।
জীবন-ভীতি মৃত্তিকা-জল পুঞ্জি তার,
প্রবল হাওয়ায় কম্পিত হয় হৃদয় তার।
পরান তাহার কঠোর শ্রমে পায় যে ত্রাস,
স্বভাব-বুকেজ পানজা ঠোঁকার নাই প্রয়াস।
স্বতোদগত সকল কিছু গ্রহণ করে,
উপর থেকে পতিত যাহা গ্রহণ করে।
তখন খুদা সৃষ্টি করেন পূণ্য নরে,
পূর্ণ পুঁথি লিখেন যিনি এক আখরে।
সংগীতকার এমনি যাহার সুরধ্বনি,
মৃত্তিকারে প্রদান করে সঞ্জীবনী।
তুচ্ছ অনুদীপ্তি লভে তাহার বরে,
পন্য সকল মহার্ঘ্য হয় তাহার রবে।
জীবন্ত হয় ফুৎকারে এক হাজার দেহ,
রঞ্জিত হয় এক পিয়ালায় জলসা-গেহ।
নয়ন তাহার মরণ হানে; জীবন দানে বাক্য,
যেন দ্বিতু হানি’ঐক্য আনে।
রশির প্রান্ত যুক্ত তাহার স্বর্গপুরে,
বন্ধন করে খন্ড জীবন ঐক্য-ডোরে।
নুতনতর দৃষ্টিভংগী সৃষ্টি করে,
শুষ্ক মরু পুস্পতরু পূর্ণ করে।
নিচে রুমূয ই বেখূদী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আল্লামা ইকবাল সংসদ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.20 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আল্লামা মুহাম্মাদ ইকবাল |
অনুবাদকঃ | আবুল ফরাহ মুহাম্মাদ আব্দুল হক |