লস্ট ইসলামিক হিস্ট্রি pdf বই ডাউনলোড। এ বইটি রচনার মূল উদ্দেশ্য হলো, মুসলিম সভ্যতার ইতিহাস সম্পর্কে পাঠককে ধারণা দেওয়া। বিশেষ করে সপ্তম শতাব্দীর গোড়ার দিকে ইসলামের পুনর্প্রবর্তনের পর থেকে আজ পর্যন্ত যা ঘটেছে, তার ইতিহাস এক নজরে নিয়ে আসাই হলো এই গ্রন্থ রচনার অন্যতম লক্ষ্য ।
মুসলিম ইতিহাসের পাতায় পাতায় নানা ঘটনার সন্ধিক্ষণগুলো অনুধাবন করতে হলে জ্ঞানের গভীরতার প্রয়োজন । সব ধরনের পাঠকের জন্য তা সহজ নয় । তাই খবি একটা জটিলতায় না গিয়ে আমার ইচ্ছে হলো, ইসলামের ইতিহাসের ব্যপারে সাধারণ ভাবে যে বর্ণনা বা উপখ্যানগুলো প্রচলিত আছে, সেগুলো পাঠকের সামনে নিয়ে আসা ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- লস্ট মডেস্টি প্রবন্ধ লিখন pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আল হিদায়া ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আজকের দুনিয়ায় ইসলাম pdf বই ডাউনলোড
- এ এক অন্য ইতিহাস pdf বই ডাউনলোড
খুব বিস্তারিতভাবে যারা বিষয়গুলো জানতে চান কিংবা যারা ইতিহাসের ছাত্র- এ বইটি তাদের জন্য নয়; বরং হালকা জানা-শোনা আছে এমন পাঠকের কাছে পৌঁছানোই অমার প্রাথমিক উদ্দেশ্য।সে কারণে আমি চাই , এ বইটিকে যেন কেউ চুড়ান্ত তথ্যভান্ডার হিসেবে বিবেচনা না করেন ; বরং বইটি যেন সম্মানিত পাঠকবৃন্দের মনে ইসলামের ইতিহাস সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহ আরও বৃদ্ধি করে, নতুন নতুন গবেষণার জন্য তাদের উদ্বদ্ধ করে – সেটাই হবে আমার ঐকান্তিক প্রত্যাশা।
এটি যেহেতু ইতিহাসের একটি প্রাথমিক গ্রন্থ, তাই বইটিকে তথ্যবহুল গবেষণার পথে যাওয়ার সিঁড়ি হিসেবেও বিবেচনাকেরা যায় । এ বইটিটে যেসব তথ্য দেওয়া হয়েছে তার বেশিরভাগই অন্যান্য গবেষকদের দীর্ঘদিনের গবেষণার ফসল। সেসব গবেষক এবং তাদের সৃষ্টিশীল কাজের নামগুলো কৃতজ্ঞচিত্তে বইটির শেষাংশে যুক্ত করে দেওয়া হয়েছে। যাতে পাঠক সেগুলো থেকে আরও বেশি উপকৃত হতে পারেন ।
আমি ২০১০ সালের শেষের দিকে যখন মাধ্যমিক স্কুলের ছাত্রদের ইসলামের ইতিহাস পড়ানো আরম্ভ করি, ঠিক তখন থেকে লস্ট ইসলামিক হিস্ট্রি নামক এই বই রচনার উদ্যোগ গ্রহণ করি । মার্কিন যুক্তরাষ্টের শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আমার অধিকাংশ ছাত্র-ছাত্রী এতদিন পর্যন্ত মুসলিম সভ্যতার প্রাথমিক কিছু তথ্যাদির বাইরে আর কিছুই সেভাবে জানত না । তাদের পাঠ্যপুস্তক গুলোতে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতা সম্পর্কে এবং ডার্ক এইজ (অন্ধকার যুগ) পরবর্তী রেনেসাঁর মাধ্যমে ইউরোপের জাগরণ প্রসঙ্গে অনেক তথ্য থাকলেও মুসলিম সভ্যতা নিয়ে বলতে গেলে তেমন কিছুই ছিলনা।
নিচে লস্ট ইসলামিক হিস্ট্রি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | প্রচ্ছদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামের ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.56 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | ফিরাস আল খতিব |
অনুবাদকঃ | আলী আহমাদ মাবরুর |