লাইফ অব মোল্লা ওমর pdf বই ডাউনলোড। এ জাতীয় কিছু প্রশ্ন ঘুরে ফিরে এসে জটলা সৃষ্টি করত এই কিশোরের মনে । প্রশ্ন যতই জটিল হোক, উত্তর খুঁজে পেতে তার বেশি বেগ পেতে হয়নি । কারণ, তার ক্ষুদ্র জীবনের বেশিরভাগ সময় পার হয়েছে সম্পূর্ণ একটি ধর্মীয় পরিবেশে। পরিবারের সদস্যদের মুখে শুনতে শুনতে ইসলামের যে মৌলিক জ্ঞান তার অর্জন হয়েছিল তাই যথেষ্ট ছিল, এসব প্রশ্নের উত্তর হিসেবে।
একসময় তিনি বুঝতে পারলেন এসব সমস্যার একমাত্র সমাধান জিহাদ । শুধুই জিহাদ। বিষয়টি তার মনে এতটাই বদ্ধমূল হয়ে গেল যে, এক মুহূর্তের জন্যও এর বিকল্প খোঁজার চিন্তা তার মাথায় এল না। তাই যৌবনের শুরুতেই তিনি রাশিয়ার আগ্রাসী শক্তির বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হন। সেই জিহাদের ময়দানে কেটে যায় সুদীর্ঘ এক যুগ। মুজাহিদদের নিষ্ঠাপূর্ণ ত্যাগ ও কোরবানীর ফলে রাশিয়ার পতন হলেও আফগান জাতির দুর্দশার অবসান ঘটল না। তাঁর চোখের সামনে আবার ঘটতে লাগল শৈশবের সেই বেদনাদায়ক ঘটনাগুলো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
গতকাল যারা আগ্রাসী শক্তির বিরুদ্ধে রণাঙ্গনে বুকটান করে দাঁড়িয়েছিল আজ তাদেরই একটি অংশ ক্ষমতার লোভে গোটা আফগান জুড়ে গৃহযুদ্ধের আগুন জ্বালিয়ে দিল। তিনি দেখতে লাগলেন, আবার তার চারপাশে চলছে হত্যা, লুণ্ঠন আর অমানবিক কার্যকলাপ। চারিদিকে নিরাপত্তাহীনতা আর অরাজকতার সয়লাব । নতুন করে তিনি ভাবতে লাগলেন, এর সমাধান কী? তবে এখন তিনি কিশোর নন; বরং দীর্ঘ একযুগ জিহাদের ময়দানে কাটানো একজন অভিজ্ঞ রণবীর।
কুরআন-সুন্নাহ আর জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি সিদ্ধান্তে পৌঁছেন যে, বর্তমান সমস্যার সমাধানও একমাত্র জিহাদের মাধ্যমে সম্ভব। আফগান জাতির দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ‘ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ও সম্ভব একমাত্র এই পথেই । সেদিনই তিনি দাঁড়িয়ে গেলেন জালিমের পথ রুখে। প্রস্তুত করলেন কয়েকজন সঙ্গী। গরীব কিছু তালিবে ইলম (মাদরাসা-শিক্ষার্থী)। হাতে গোনা কয়েকজন ছাত্রের এই জামাত অতি অল্প সময়েই হাজারের সংখ্যা ছাড়িয়ে গেল।
মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের এ জামাতটি জালিম ও বর্বর শক্তির সামনে সিকান্দারের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল। জুলুম ও বর্বরতা চর্চাকারীদেরকে এমন শিক্ষা দিল যে, এতে দীর্ঘদিনের নির্যাতনের শিকার দুর্বল শিশু ও অবলা নারীর ক্ষতবিক্ষত অন্তর প্রশান্তি অনুভব করল ।
মোল্লা মুহাম্মাদ ওমরমাদরাসা-পড়ুয়া শিক্ষার্থীদের এ জামাতটি অল্প দিনের ব্যবধানে দুনিয়ার ‘সুপার পাওয়ার’ দাবীদারকে ‘সিফির পাওয়ার’ (পাওয়ার লেস) করে ছাড়ল।’ কে এই মহামানব? যাকে দেখেতেই সাহাবাদের মনে পড়ে। একজন অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তি যাকে প্রথম দেখাতেই বেহুঁশ হয়ে গিয়েছিলেন।
নিচে লাইফ অব মোল্লা ওমর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাজহুল প্রকাশনী |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 44.25 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ফকিরুল্লাহ ওরদাগ |
বইয়ের অনুবাদকঃ | ইবনুদ তাওহীদ |