লাভিং ওয়াইফ pdf বই ডাউনলোড। সমস্ত প্রশংসা ঐ মহান সত্তার জন্য; যিনি আমাদের অন্তরে ভালোবাসা দিয়েছেন। দিয়েছেন উজাড় করে ভালোবাসার অসীম ক্ষমতা। আবেগ-অনুভুতি, মায়া-মমতা দিয়ে ভরিয়ে রেখেছেন আমাদের কোমল হৃদয়। যেমনটি দিয়েছিলেন আমাদের আদি পিতা-মাতা হযরত আদম ও হাওয়া আ.-এর মধ্যে।
নারী পুরুষের ভালোবাসার সূচনা তো সেখান থেকেই। তাদের মাধ্যমেই শুরু হয়েছে পবিত্র, মধুময় {দাম্পত্য জীবন} । এ এক জান্নাতী বন্ধন! স্বর্গীয় জীবনাচার! ভালোবাসাবাসির সেই সূচনা লগ্ন থেকে পৃথিবীতে আজও মানুষ এ বন্ধনে আবদ্ধ হয়। সামনেও হবে। সৃষ্টি হবে স্বামী-স্ত্রীর একে অপরের ভালোবাসার উজ্জ্বল কতো উদাহরণ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভালোবাসার রামাদান pdf বই ডাউনলোড
- দাম্পত্য রসায়ন pdf বই ডাউনলোডড
- ভালোবাসার অনন্য বিশ্ব নবী pdf বই ডাউনলোড
- দাম্পত্য জীবনের লেখা pdf বই ডাউনলোড
পুণ্যবান পুরুষদের জন্য পুণ্যময়ী স্ত্রীরা আল্লাহ পাকের অপার নেয়ামতের মধ্যে অন্যতম। বলা হয়, দুনিয়ায় জান্নাতের নেয়ামতও এই পুণ্যবতী স্ত্রী। এই পুণ্যবতী, প্রেমবতী, প্রেমময়ী স্ত্রীদের পবিত্র ভালোবাসার অনবদ্য গল্প নিয়েই সাজানো হয়েছে বক্ষমান বইটি। লেখক বন্ধুবর জাকারিয়া মুস্তাফি মানুষটা আমার দেখা পুরো আপাদমস্তক রোমান্টিক।
তার গল্প লেখার হাত ভালো। অনেকদিন থেকেই লিখে আসছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। অনেক বিকেল, অগুনতি বিষন্ন রজনী কেটেছে আমাদের পরস্পর দুঃখ ভাগাভাগি করে। দুজন একত্রিত হলেই আলোচনার প্রধান টপিক থাকত দাম্পত্য ও পবিত্র সম্পর্কের টানাপোড়েন নিয়ে। স্বল্প জীবনের টুটাফাটা অভিজ্ঞতা শেয়ার করতাম আমরা।
চুপি চুপি এই প্রিয় মানুষটি কবে যে পান্ডুলিপি সাজাঁতে শুরু করেছে আমি জানতামই না। হঠাৎই একদিন বই প্রকাশের ইচ্ছে ব্যক্ত করলেন, দাম্পত্য বিষয়ের উপর একটা পান্ডুিলিপি আছে আমার, প্রকাশ করবেন? শুনে যেমন খুশি হয়েছিলাম তেমনই ভয় ও জড়তা কাজ করছিল মনে। প্রকাশনার জগতে প্রথম পদক্ষেপ বলে কথা। আল্লাহর উপর ভরসা করে নেমে পড়লাম। আলহামদুলিল্লাহ আজকে সেই পান্ডুলিপির পূর্ণরূপ আপনাদের হাতে। যদি বইটি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন, আশা করি উপকৃত হবেন। এবং আপনাদের দাম্পত্য জীবনে সুখের ও সুখিময় হবে ইনশা আল্লাহ।
নিচে লাভিং ওয়াইফ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আকঁসি প্রকাশন |
বইয়ের ধরণঃ | দাম্পত্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.8 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | জাকারিয়া মুস্তাফি |
অনুবাদকঃ |