লাভ অফ আল্লাহ pdf বই ডাউনলোড। একদা একজন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধ করার জন্য বের হলো। উক্ত যুদ্ধ হতে ফেরার পথে রাত্রিবেলায় সৈন্যদল এক জায়গায় আরাম করবেন। তাই পাহারাদারীর জন্য একজন আনসারি ও এক মুহাজির সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করলেন।
উভয়ে পরামর্শ করে সিদ্ধান্ত করলেন, রাত্রির কিছু সময়ে একজন আরাম করবেন অপরজন পাহারাদারী করবেন। তাই পরামর্শ মোতাবেক প্রথমে মুহাজির সাহাবি আরাম করার জন্য শুয়ে পড়লেন আর আনসারি সাহাবি যিনি পাহারা দিচ্ছেন, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নামাজে মধুরতা আস্বাধন pdf বই ডাউনলোড
- অবৈধ অরণ্য pdf বই ডাউনলোড
- অধঃপতনের অতল তলে pdf বই ডাউনলোড
- কিভাবে আপনি জান্নাত লাভ করবেন pdf বই ডাউনলোড
- ইসলামি ফিকাহ ২য় খন্ড pdf বই ডাউনলোড
কিছুক্ষণ পর সুযোগ বুঝে এক কাফের আনসারি সাহাবির সিনায় তীর নিক্ষেপ করল। তিনি তীর খুলে ফেলে দিলেন এবং নামাজ চালিয়ে গেলেন। কাফের দ্বিতীয়বার তীর চুড়ল এবং এবারও তিনি তীর খুলে ফেললেন এবং নামাজ চালু রাখলেন। সেই কাফের তৃতীয়বারও তীর ছুড়ল, কিন্তু এবার তিনি তা সহ্য করতে পারলেন না। তাই তিনি রুকু-সেজদার মাঝেই জমিনে পড়ে গেলেন।
তারঁ শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরছিল। যখন ওই মুহাজির তার সাহায্যের জন্য পৌঁছল, ততক্ষণে কাফির পালিয়ে গেল। মুহাজির সাহাবি বলল, সুবহানাল্লাহ!“ তুমি আমাকে প্রথমবার তীর লাগার সাথে সাথে কেন জাগালে না? আনসারি উত্তরে বললেন, আমি নামাজে অত্যন্ত হৃদয়গ্রাহী সুরা তেলাওয়াত করছিলাম তাই তা মধ্যখানে ছাড়তে চাইনি।
একদা ইমাম বুখারিকে এক বিষাক্ত পোকায় নামাজে ১৭ বার দংশন করেছে কিন্তু নামাজ ছাড়েননি। যখন তিনি নামাজ থেকে ফারেগ হন, তখন ভীষণ কষ্ট অনুভভ করেন। তাই তিনি জিজ্ঞাসা করেন তোমরা কেউ জানো কি, কিসে আমাকে কষ্ট দিল?
কামান থেকে হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাযি,-এর উপর পাথর নিক্ষেপ করা হচ্ছিল এবং তারঁ খুব কাছেই নিক্ষিপ্ত হচ্ছিল, অথচ তখনও তিনি গভীর মনযোগের সাথে নামাজে মশগুল ছিলেন। বর্ণিত আছে হযরত আলি রাযি, যখন নামাজের জন্য ওজু করতেন, তখন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এ ভয়ে তারঁ শরীল নীলবর্ণের হয়ে যেত এবং তিনি কাঁপতে থাকতেন।
নিচে লাভ অফ আল্লাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুল আরকাম |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12. MB |
প্রকাশ সালঃ | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | মিশারি আল খিরাজ |
অনুবাদকঃ | মাওলানা আব্দুর রহমান মুহাম্মদ হানিফ |