লামিয়াতুল মুজিজাত pdf বই ডাউনলোড। অনুবাদ : তোমার জানা আবশ্যক যে, যখন রাসূল -এর মু’জিযাসমূহ গণনার আওতাভুক্ত নয় ; বরং সেগুলোর সীমা নির্ধারণ ও গণনা করা কারো জন্যই সম্ভবপর নয়। এ জন্য আমি এ কাসীদা শুধুমাত্র একশত মু’জিযাতে সমাপ্ত করেছি এবং এ কাসীদাকে এ নামে নামকরণ করেছি, আর ভাji-এর সাথে লকবযুক্ত করেছি। অতঃপর এ সকল মু’জিযাসমূহকে কয়েক প্রকারে বিভক্ত করেছি এবং প্রত্যেক প্রকারে সেই প্রকারের মু’জিযাসমূহকে রেখেছি।
আর রাসূল-এর মু’জিযাসমূহকে একটি কাসীদাতে একত্রিত করা আমার সাধ্যের বাইরে এবং আমার সামর্থ্যের স্বল্পতা আমাকে এই গুরুত্বপূর্ণ কাজের দিকে অগ্রসর হওয়া থেকে বাধাপ্রদানকারী হয়েছে ; কিন্তু আল্লাহ তা’আলা আমার উপর অনুগ্রহশীল হয়েছেন এবং এ কঠিনতম কাজকে আমার জন্য সহজ করে দিয়েছেন এবং আল্লাহ তা’আলার তৌফিক ও অনুগ্রহে এ সকল মু’জিযাসমূহ রচনা করতে আমাকে সহায়তা করেছে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
যার মাধ্যমে আজ এ কাসীদা মুসলমানদের চোখসমূহের জন্য শীতলতা এবং ঐ সকল আশেকে রাসূলদের অন্তরের রত্ন-ভাণ্ডার সাব্যস্ত হয়েছে যারা রাসূল-এর স্মরণ এবং তাঁর গুণাগুণের বর্ণনা ও শ্রবণের জন্য পাগলপারা । হে আল্লাহ তা’আলা ! তুমি এ কিতাবকে তোমার সন্তুষ্টির মাধ্যম বানাও ৷ হে কল্যাণকামী ভাইসকল ! সম্ভবত যখন তুমি এ কিতাবকে অধ্যয়ন করবে, তখন এমন অনেক কাব্যিক ত্রুটি এবং ভাষাগত ভুল দেখতে পাবে, যা তোমার মনঃপূত হবে না।
তবে জেনে নাও যে, এটা তোমার ঐ স্বল্প সামর্থ্য মুসলমান ভাইয়ের মেহনতের ত্রুটির ফল, যে কোনো ফসীহ ও বলীগ কাসীদা রচনার ইচ্ছা করেনি : বরং তার উদ্দেশ্য শুধুমাত্র সহজভাবে সংরক্ষণের জন্য রাসূল-এর মু’জিযাসমূহকে কাব্যিক আকারে একত্রিত করা। সুতরাং আপনি তার ভুল-ত্রুটিগুলোকে ক্ষমাসূন্দর দৃষ্টিতে দেখুন, আর আমার জন্য উত্তম সমাপ্তির দোয়া করুন ৷ আল্লাহ তা’আলাই সকল তৌফিকের একমাত্র অধিকারী
অনুবাদ : সালাত ও সালামের পর, বরকতময় ও মহান আল্লাহ তা’আলার এই বান্দার উপর অনুগ্রহ যে, তাঁর অনুগ্রহে সমস্ত নবীগণের নবী এবং সমস্ত নির্বাচিতগণের মধ্যে মনোনীত ব্যক্তিত্ব, আমাদের সরদার হযরত মুহাম্মদ -এর মু’জিযাসমূহ এ কাসীদার মধ্যে একত্রিত করতে পেরেছি। আর নিঃসন্দেহে আল্লাহ্ তা’আলার অনুগ্রহ ও ক্ষমার শাহী দরবার হতে আশাবাদী যে, এ কাসীদাকে আমার নাজাত এবং ধ্বংসকারক বালা-মসিবত হতে পরিত্রাণের অসিলা ও দারুল কারার তথা জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধির মাধ্যম বানিয়ে দিবেন, আর তা দ্বারা আমার ভাইদেরকে উপকৃত করবেন।
নিচে লামিয়াতুল মুজিজাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
বইয়ের ধরণঃ | কিতাব বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.23 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মাওলানা হাবীবুর রহমান |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মহিউদ্দিন কাসেমী |