লাল রাজনীতি pdf বই ডাউনলোড। দীর্ঘকাল ধরেই বাংলা অঞ্চলের রাজনৈতিক ইতিহাস নানা ঘাত-প্রতিঘাত, চড়াই- উতরাই আর রদবদলের মধ্যে দিয়ে গেছে। বিশেষত ব্রিটিশ উপনিবেশকালে এ অঞ্চলে রাজনৈতিক আন্দোলন ও দল-উপদলের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সেইসব লড়াই, সংগ্রাম ও তৎপরতার একটি উল্লেখযোগ্য জায়গা দখন করে ছিল বামপন্থি আন্দোলন।
স্বরাজ আন্দোলনের সিলসিলায় শুরু হলেও বাংলায় বাম আন্দোলন ধীরে ধীরে বিস্তৃত হয়েছে শহর থেকে দুর্গম পাহাড়ি পল্লিতে, উদারপন্থা থেকে চুড়ান্ত উগ্রবাদী ধারায়। পশ্চিম ও পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে বামপন্থি তরুণদের প্রতেক্ষ মদতে নানা বেঁধে উঠেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অসহায় নারীদের সাহায্যার্থে এগিয়ে আসুন pdf বই ডাউনলোড
- জান্নাতে নারীদের অবস্থা pdf বই ডাউনলোড
- লাভিং ওয়াইফ pdf বই ডাউনলোড
- দ্য স্পিরিট অব ইসলাম pdf বই ডাউনলোড
- নারী সাহাবীদের ঈমানদীপ্ত pdf বই ডাউনলোড
রক্তক্ষয়ী কৃষকবিদ্রোহ, বিপ্লবের স্লোগান তুলে কায়েম করা হয়েছে দখন আর লুটতরাজের লাগামহীন ত্রাসের শাসন। কখনো স্বরাজ, কখনো তেভাগা, কখনো-বা নকশালবাড়ি আন্দোল-ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে ত্রাসের মশাল হাতে এগিয়ে এসেছে অনুশীলন, যুগান্তর- এর মতো অসংখ্য গেরিলা সংগঠন।
কমিউনিস্ট বিপ্লব আর সমান রুটির লোভনীয় আশ্বাসে কলেজপড়ুয়া অজস্র তরুণ অবলীলায় জীবন বাজি রেখেছে, লাঙল-কোদাল-খন্তি ফেলে রাইফেল হাতে ঝাঁপিয়ে পড়েছে সহজ-সরল গ্রামের কৃষক। অরবন্দি ঘোষ, ক্ষুদিরাম বসু,ম প্রফুল্ল চাকী, ইলা মিত্র, চারু মজুমদার, সূর্যসেনের মতো বামপন্থিদের পূজনীয় নায়কেরা মুক্তি জয়গান আর সাম্যের জয়ভেরি বাজিয়ে অস্ত্রের মুখে সম্পদ ছিনিয়ে নিয়েছে, থানা লুট করেছে, সুযোগ পেলেই নেমে পড়েছে শ্রেণিশত্রু খতমের নির্দোষ ও জরুরী কর্মে।
৪৭ ও ৭১-এর দু-দুটি স্বাধীনতার পর বামপন্থার সেই কর্মমুখর সুদিন আজ আর নেই। পার্টিগুলো তাদের জৌলস হারিয়ে মৃতপ্রায়, নেতারা যোগ দিয়েছে ডানপন্থি বুর্জোয়া শিবিরে। হতাশা, ধরপাকড়, জেল-জুলুম, অন্তঃকোন্দল, বিভক্তি আর বিশৃঙ্কলায় বাম রাজনীতির হাত জিরজির দেহ আজ খোদ জন্মভুমিতেই ব্রাত্য। এতসব ক্ষয়ের মাঝে সাম্যের স্বপ্ন, বিপ্লব নিশ্চয়ই আছে তবে সেটা নিরাবরণ নস্টালজিয়ায়।
নিচে লাল রাজনীতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | গার্ডিয়ান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজ | 55.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সরদার আব্দুর রহমান |
বইয়ের অনুবাদকঃ |