লুম আতুল ইতিক্বদ pdf বই ডাউনলোড। আবূ মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনু আহমাদ ইবনু মুহাম্মাদ ইবনু ক্বদামাহ আল-মাক্বদাসী বলেন: সকল প্রশংসা প্রশংসিত আল্লাহর জন্যই, যার প্রশংসা সকল ভাষায় প্রতিটি যুগেই করা হয়ে থাকে। যার ইলম থেকে কোন স্থানই খালি নয়, যাকে কোন একটি বিষয় অন্য বিষয় হতে গাফেল করতে পারে না। যিনি সাদৃশ্য ও সমকক্ষ হতে পবিত্র।
যিনি স্ত্রী-সন্তান থেকেও মুক্ত। যার হুকুম সকল বান্দার উপরেই কার্যকর। চিন্তার মাধ্যমে বোধশক্তি যাকে রূপায়িত করতে পারে না। অন্তরসমূহ ও কল্পনায় যাকে কোন চিত্রায়িত করতে পারে না।
কোন কিছুই তার অনুরূপ নয়, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা !! সেই মহান আল্লাহর রয়েছে অসংখ্য সুন্দর নাম ও সুমহান ছিফাতসমূহ গুণবলী: রহমান আরশের উপরে উঠেছেন। আসমানসমূহে, জমীনে, এ দুটির মধ্যস্থানে এবং মাটির নিচে যা আছে সবকিছুই তার মালিকানাধীন। আর আপনি যদি উচ্ছস্বরে কথা বলেন তবুও তিনি (মহান আল্লাহ লুকায়িত ও গোপনীয় সমস্ত ব্যাপারই জানেন। )
আরও দেখুনঃ
- যা একজন মুসলিমের জানা প্রয়োজন pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা সকল খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামী বিশ্বকোষ ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
ইলমের দিক থেকে তিনি সকল কিছুকে পরিবেষ্টন করেছেন। শক্তি ও হুকুমের দিক থেকে সকল মাখলুককে তিনি পরাভূত করেছেন। জ্ঞান ও রহমতকে সকল বস্তুর জন্য পর্যাপ্ত করেছেন। তিনি আল্লাহ জানেন যা তাদের সামনে রয়েছে, যা তাদের পিছনে রয়েছে অথচ তারা তাকে জ্ঞানের মাধ্যমে পরিবেষ্টন করতে পারবে না। তিনি গুনান্বিত শুধুমাত্র ঐ সমস্ত গুণাবলীতে, যা দ্বারা তিনি তারঁ মহান কিতাবে আল-কুরআনে নিজেকে গুণান্বিত করেছেন অথবা তারঁ নাবীর ভাষায় হাদীছের মাধ্যমে বর্ণনা করেছেন।
তার উপর ঈমান আনা
রহমানের (আল্লাহর ) গুণাবলী সমূহ হতে যা কুরআনে এসেছে অথবা নাবী মুসত্বফা ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ছ্হীহ বলে প্রমাণিত হয়েছে তার উপর ঈমান আনা, তাকে স্বীকৃতি দেয়া ও গ্রহণ করার আবশ্যকত। ২। রহমানের (আল্লাহর ) গুণাবলী সমূহ হতে যা কুরআনে এসেছে অথবা নাবী মুসত্বফা ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সহীহ বলে প্রমাণিত হয়েছে ।
তার উপর ঈমান আনা, তাকে স্বীকৃতি দেয়া ও গ্রহণ করা এবং এগুলোর বিপরীতে রদ্দ সরাসরি প্রত্যাখান করা, তাবীল বাহ্যিক অর্থের বিপরীত ব্যাখ্যা গ্রহণ করা, তাশবীহ অনির্দিষ্টভাবে সাদৃশ্য স্থাপন করা। এবং তামছীল নির্দিষ্ট কোন বস্তুর অনুরূপ সাদৃশ্য প্রদান করা ইত্যাদি ত্যাগ করা ওয়াজিব। আর যে ক্ষেত্রে জটিলতা দেখা দেবে, সে ব্যাপারে শাব্দিকভাবে সাব্যস্থ করা আবশ্যক হবে এবং সংশয়পূর্ণ অর্থ করা থেকে বিরত থাকতে হবে।
নিচে লুম আতুল ইতিক্বদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 2.28 MB |
প্রকাশ সালঃ | 2018 |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ ইবনু ক্বদামাহ আল-মাক্বদাসী |
অনুবাদঃ | আব্দুল্লাহ আল মামুন |