লেট ম্যারেজ pdf বই ডাউনলোড। আরবি নিকাহ শব্দের বাংলা প্রতিশব্দ বিবাহ-সাদি, বিয়ে। ইসলামি পরিভাষায় ইচ্ছাকৃতভাবে একজন নারীর সারা শরীর দ্বারা আস্বাদিত হওয়ার আকদকে বিবাহ-সাদি বলা হয়। বিয়ে একজন সুস্থ মানুষের প্রাকৃতিক প্রয়োজন। মানুষের স্বভাবগত পরিচ্ছন্নতা, মানসিক ভারসাম্য ও চারিত্রিক পবিত্রতার অন্যতম উপায় বিবাহ-শাদি। এ কারণেই অনিন্দ্য সুখের বাসর জান্নাতে বসেও যখন আদম আ. অতৃপ্তিতে ভুগছিলেন তখনই আল্লাহ তায়ালা মা হাওয়া আ. কে সৃষ্টি করলেন তার সঙ্গিনীরুপে।
নর-নারীর যুগল বাধঁনে শুরু হলো মানবজীবন। রক্ত-মাংসে সৃষ্ট এই মানুষের মধ্যে যে প্রভূত যৌনক্ষুধা জমে ওঠে বয়সের পড়তে পড়তে তা একান্তই বাস্তব। সুতরাং ক্ষুধা যিনি দিয়েছেন সে ক্ষুধা নিবারণের পথও দেখাবেন তিনিই। আর তা হলো বিবাহ।
আর ইসলামিক বই দেখুনঃ
- বিবাহের গুরুত্ব ও পদ্ধতি pdf বই ডাউনলোড
- বিবাহের খুতবা আরবীতে pdf বই ডাউনলোড
- বিবাহের মাসায়েল pdf বই ডাউনলোড
- বিবাহের গুরুত্বও পদ্ধতি pdf বই ডাউনলোড
- রাসূল সাঃ এর বহু বিবাহ pdf বই ডাউনলোড
বিবাহ করার সকল নবী-রাসূলের সুন্নাত। বিবাহ করা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বিবাহের মাধ্যমে একজন মুমিন বান্দা আল্লাহর সমীপে পবিত্র হয়ে ওঠার পথ পায়। এক কথা বিবাহের পবিত্র ছোঁয়ার পরিচ্ছন্ন জীবন লাভ করে বিবাহিক মর্দে মুমিন। নবিজির আদর্শের রোশনিতে আলোকিত হয়ে ওঠে তার কর্মময় জীবন। ইসলামী শরিয়ত বিবাহকে পুরো দ্বীনের অর্ধেক বলে আখ্যায়িত করেছে। কারণ শারীরিক, মানসিক ও চারিত্রিক উৎকর্ষ ও পবিত্রতা নির্ভর করে ওর ওপর ।
অধিকাংশ গবেষকের মতে, বিবাহ হলো নারী-পুরুষে একে অপর থেকে উপকৃত হওয়া এবং আদর্শ পরিবার ও নিরাপদ সমাজ গড়ার উদ্দেশ্য পরস্পর চুক্তিবদ্ধ হওয়া। এ সংজ্ঞা থেকে আমরা অনুধাবন করতে পারি যে, বিবাহের উদ্দেশ্য কেবল ভোগ নয়; বরং এর সঙ্গে আদর্শ পরিবার ও আলোকিত সমাজ গড়ার অভিপ্রায়ও জড়িত।
বিবাহ একটি বৈধ ও প্রশংসনীয় কাজ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম। বিয়ে করা নবি- রাসূলগণের আল্লাহ তায়ালা ইরশাদ করেন- অর্থাৎ অবশ্যই তোমার পূর্বে আমি রাসূলদের প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্ততি। (সূরা রাদ: ৩৮) । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন এবং এর প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছেন- আমি নারীকে বিবাহ করেছি।
তাই বাবহ আমার সুন্নত অতএব যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে, সে আমার দলভুক্ত নয়। (মুসনাদে আহমদ: ১২৬৩৪)। এজন্যেই আলিমগণ বলেছেন, সাগ্রহে বিবাহ করা নফল ইবাদতের চেয়ে উত্তম। কারণ, এর মধ্য দিয়ে অনেক মহৎ গুণের বিকাশ ঘটে এবং অবর্ণনীয় কল্যাণ প্রকাশ পায়।
নিচে লেট ম্যারেজ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বই ঘর |
বইয়ের ধরণঃ | বিবাহ বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 18 MB |
প্রকাশ সালঃ | 2018 |
বইয়ের লেখকঃ | শায়খ ড. আলী তানতাভী রহ |
অনুবাদঃ | মাওলানা এস এম আমিনুল ইসলাম |