লেনদেন ও বিচার
লেনদেন ও বিচার pdf বই ডাউনলোড। এবাদত ও লেনদেনের মধ্যে পার্থক্য ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান যা স্রষ্টা ওসৃষ্টির মধ্যকার সম্পর্ককে সুসংহত করে এমন সব এবাদতগুলোর মাধ্যমে যেগুলো আত্মা ওঅন্তরকে পরিশুদ্ধ করে। অনুরূপভাবে সৃষ্টির মধ্যে পারস্পারিক লেনদেনকে সঠিকভাবে পরিচালনা করে যেমন: বানিজ্য, বিবাহ, উত্তরাধিকার, দন্ডবিধি ইত্যাদি। এ ছাড়া মানুষ ভাই ভাই হিসেবে নিরাপত্তা, ইনসাফ ও ভালবাসার ভেতর দিয়ে বসবাস করতে পারে।
আল্লাহ তাআলা বলেন , যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বিকল্প পথ বের করে দেন এবং তাকে এমন পথে জীবিকা দান করেন যা সে কল্পনাও করতে পারে না। [সুরা-৬৫, তালাক:২-৩]
আরও দেখুনঃ যৌবন কিভাবে অতিবাহিত করবে
আল্লাহ তাআলা আরো এরশাদ করেন-“যদি” জনপদবাসী ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আমি তাদের উদ্দেশ্য আসমান-জমিন থেখে বরকতের দরজাসমূহ খোলে দিতাম, কিন্তু তারা মিথ্যারোপ করল ফলে আমি তাদেরকে তাদের কৃতকর্মের উপর পাকড়াও করলাম। [সুরা-আ‘রাফ: আয়াত-৯৬]
আব্দুর রহমান ইবনে আবু বরক রা. থেকে বর্নিত তিনি বলেন, আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম এমন সময় একজন এলোমলো চুল বিশিষ্ট লম্বা আকৃতির মুশরিক ছাগল নিয়ে উপস্থিত হল। নবী করীস (সাঃ) বললেন: বিক্রি না দান। লোকটি বলল, না বরং বিক্রি। নবী করিম সাঃ-তার থেকে একটি ছাগল ক্রয় করলেন। [বুখারী হাদিস নং ২২১৬, মুসলিম হাদীস নং ২০৫৬]
আরও দেখুনঃ রমনী pdf বই
যা দ্বারা ক্রয়- বিক্রয় অনুষ্ঠিত হয়, ক্রয়-বিক্রয় দুটি পদ্ধতিতে সংঘটিত হয় (কথা দ্বারা) যেমন: ক্রেতা বলবে আমি তোমার নিকট বিক্রি করলাম বা তোমাকে মালিক বানালাম ইত্যাদি । জবাবে ক্রেতা বলবে আমি ক্রয় করলাম বা গ্রহন করঅম ইত্যাদি শব্দ যা সচরাচর ব্যবহৃত হয়ে থাকে।
মুসলমান ব্যক্তির ক্রয়-বিক্রয়, পানাহান ও সকল ধরনের লেনদেন সুন্নতী পন্থায় সমাধা হওয়া আবশ্যক । ফলে সে সুষ্পষ্ট হালালকে বেছে নিবে এবং এর দ্বারাই লেন-দেন করবে এবং হারাম ত্যাগ করবে ও তা দ্বারা লেনদেন মোটেই করবে না। আর সন্দেহপূর্ণ ত্যাগ করাই উচিত যাতে করে নিজের দ্বীন ও সম্ভ্রমের সংরক্ষণ হয় এবং হারামে যেন পতিত হয় না।
নিচে লেনদেন ও বিচার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন্স বইয়ের ধরণঃ রাসূল সাঃ লেনদেন ও বিচার ফয়সালা করতেন যেভাবে বইয়ের সাইজঃ 9.62 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ ইবনে ইবরাহিম অনুবাদঃ মুহাম্মদ নুরুল ইসলাম মনি গংডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ