লোকমানের উপদেশ হে আমার সন্তান pdf বই ডাউনলোড। লোকমান হাকীম দাউদ (আ.)-এর সমসাময়িক একজন অত্যন্ত জ্ঞানী-গুণী ব্যক্তি ছিলেন। পবিত্র কুরআনে তাঁর নাম উল্লেখ করে তার কতিপয় উপদেশ উদ্ধৃত করা হয়েছে । নবী না হলেও কুরআনে তাঁর নাম গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে । নবী বা রাসূল না হওয়া সত্ত্বেও তাঁর কথাবার্তা ও আচরণে নবীসুলভ বিজ্ঞতা, বিচক্ষণতা ও সততা প্রতিফলিত হতো । এজন্য তিনি লোকমান হাকীম নামে সমধিক পরিচিত ছিলেন ।
জাহিলী যুগের কবিগণ, যেমন-ইমরাউল কায়েস, লবীদ, আ’শা, তারাফাহ প্রমুখ তাদের কবিতায় তার কথা উল্লেখ করেছেন । তৎকালীন আরবের কোনো কোনো শিক্ষিত লোকের কাছে “সহীফা লোকমান ” নামে তার জ্ঞানগর্ভ উক্তির একটি সংকলন পাওয়া যেত ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফিতনার যুগে মুজাহিদদের প্রতি নসিহত pdf বই ডাউনলোড
- শেষ দিবস pdf বই ডাউনলোড
- কেসাস অসিয়ত ও রোযা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
জন্ম ও বংশ পরিচয়
লোকমান এর বংশ তালিকা- “লোকমান ইবনে আদ ইবনে মুলতান ইবনে সিকসাক ইবনে ওয়াইল ইবনে হিমিয়ার” । অন্য বর্ণনা মতে তিনি হলেন লুকমান বিন ইয়াউর বিন উখতে আইয়ুব । তাঁর জন্মস্থান এবং বাসভূমি সম্পর্কেও অনেকগুলো মতামত পাওয়া যায়- ১. ইমাম মুহাম্মাদ (রহ)-এর বর্ণনা : জানা যায়, তিনি নওবা নামক এক জনপদে জন্মগ্রহণ করেন । প্রথম জীবনে তিনি শামের (বর্তমান থাইল্যান্ড) অধিবাসী এক ধনবান ব্যক্তির অধীনে গোলামির জীবন শুরু করেন ।
তাঁর মধ্যে অসাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তাঁর মনিব তাঁকে মুক্ত করে দেয়। তারপর তিনি গোলামির জীবন থেকে মুক্ত হয়ে আল্লাহ তায়ালার অপার অনুগ্রহে অফুরন্ত শিক্ষা-দীক্ষা এবং হেকমত লাভ করেন ।শামদেশে তিনি তাঁর সেই শিক্ষা-দীক্ষা এবং হেকমতের অসংখ্য নজির স্থাপন করেন । সেখান থেকে ফিলিস্তিন যান এবং সেখানেই কিছুকাল পর মৃত্যুবরণ করেন ও সমাহিত হন ।
২. অন্য আরেক বর্ণনা মতে : লোকমান গোলামী জীবনের পূর্বে মেষ রাখাল ছিলেন বলে জানা যায় । সে সময় তাঁর সমবয়সী আর এক রাখালও তাঁর সাথে মেষ চরাত । তাদের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব ছিল ।
পরবর্তীকালে যখন লোকমান একজন হাকীম অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরূপে প্রসিদ্ধি লাভ করেন, তখন তাঁর সে বাল্য বন্ধুটি একদিন তাকে একটি
লোকমান -এর উপদেশ
বিরাট জনসমাবেশে ওয়াজ নসিহত করতে দেখতে পান। সে সমাবেশ শেষে তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কি সে ব্যক্তি নও, যার সাথে আমি মাঠে মেষ চরাতাম? লোকমান বললেন, হ্যাঁ, তুমি আমাকে ঠিকই চিনেছ । আমি বাল্যকালে মেষ চরাতাম। সে জিজ্ঞাসা করল, তুমি এই মর্যাদা কীভাবে অর্জন করলে? তিনি বললেন, আমি চারটি স্বভাব দ্বারা এই মর্যাদা লাভ করেছি । যেমন-ক. কখনো হারাম সম্পদ উপার্জন করি নি। খ. কখনো মিথ্যা কথা বলি নি। গ. কখনো আমানতের খেয়ানত করি নি।
নিচে লোকমানের উপদেশ হে আমার সন্তান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | পিস পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.13 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ | আব্দুল আলীম |