লোগাতুল হাদীস pdf বই ডাউনলোড। আল্লাহর অসীম অনুগ্রহে আমার দীর্ঘ মেহনতের ফল কুরআনের পর সবচে বিশুদ্ধ সহীহ আল বুখারীকে সামনে রেখে লেখা লোগাতুল হাদীস প্রকাশ হতে যাচ্ছে। অন্তরের অন্তস্থল থেকে বলছি আলহামদু লিল্লাহ। এটিই দেশে হাদীসের একক অভিধান রচনার সর্বপ্রথম উদ্যোগ; তবে কুরআনের শব্দাবলির অর্থ নির্ধারণে অনেক মনীষী-গুণীজন কুরআনের একক অভিধান প্রণয়ন করেে এবং আজও তা চলমান।
এখন থেকে পাঁচ বছর আগে যখন আनআৰু দাউদ শরীফের উর্দু শরাহ নাসরুল মা’বুদ ও ইবনে মাজার শরীফের বাংলা শরা ইরশাদুল বাজার এর কাজ সম্পন্ন করি, তখন পূর্ব কোনো ফিকির ভাড়াই আমার অন্তরে হাদীসের একক অভিধান লেখার প্রেরণা জাগে। তখন আমি অন্যান্য লেখালেখি মুলতবি রেখে আল্লাহর প্রতি ভরসা করে বুখারী শরীফে বর্ণিত রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিক হাদীসের কঠিন শব্দাবলীর অর্থ সম্বলিত অভিধান প্রণয়নের দুঃসাহসিক কাজে হাত দেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
যদিও আমার জ্ঞানের দৈন্যতা ও যোগ্যতার সীমাবদ্ধতা সূর্যালোকের চেয়ে সুস্পষ্ট। কিন্তু অনেক সময় আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তি দ্বারাও দ্বীনের কাজ আঞ্জাম দিয়ে থাকেন। তাই আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, তিনি আমার মতো মফস্বলের এক অধমকে দিয়ে হাদীসের অভিধান লেখার কাজ শুরু করলেন। আলহামদুলিল্লাহ।
এক বছরের বেশি সময়ে বুখারী শরীফের উভয় জিলদের শুরু থেকে শেষ পর্যন্ত শব্দ চয়ন শেষ হয়। এবার আসে বর্ণ ভিত্তিক বিন্যাস করার পালা যা আমার ধৈর্যের সামনে এক পরীক্ষারূপে উপস্থিত হয়। অন্তরের মাঝে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে ধীরে ধীরে চূড়ান্ত বিন্যাসের দিকে এগিয়ে যাই । যার ফল হরূপ আজ মুদ্রণজনিত সমস্ত ধাপ পেরিয়ে এ হাদিয়াটুকু পাঠক-পাঠিকাদের
কুরআন হাদীস চর্চাকারী শিক্ষিত লোকদের হাদীসের অভিধানের প্রয়োজন পূরণে যথেষ্ট অবদান রাখবে বলে মনে করি। আর জ্ঞান চর্চার ক্ষেত্রে অভিধানের উপর নির্ভরশীলতা দিন দিন বেড়েই চলছে।
তবে বলাবাহুল্য, রাসূল কে জাওয়ামিউল কালিন তথা অল্প কথায় অনেক কিছু বলে দেয়ার যোগ্যতা দান করা হয়েছিল। এটি ছিল তার মুজিয়া।
তাই শুধু অনুবাদ পড়ে এর সঠিক মর্মার্থ অনুধাবন করা কঠিন। সুতরাং হাদীসের উদ্দেশ্য বুঝার জন্যে কোনো নির্ভরযোগ্য উত্তাপ ও শরাহ অস্তের সাহায্য নেয়া অতীব জরুরী।
আজকের এ মুহূর্তে বিশেষভাবে স্মরণ করছি আমার শিক্ষাজীবনের সাথী জামিয়া যিনি রাহমানিয়া ঢাকা এর শিক্ষক মাওলানা কারী হিলালুদ্দীন ছাহেব এর কথা, মাদরাসার কঠিন খেদমতের ফাঁকে ফাঁকে কিতাবটির কম্পোজ করেন আল্লাহ তাকে উত্তম বদলা নসিব করিবেন।
নিচে লোগাতুল হাদীস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আল-কাউসার প্রকাশনী |
বইয়ের ধরণঃ | কিতাব বিষয়ক |
বইয়ের সাইজঃ | 45.12 MB |
প্রকাশ সাল | সংস্করণ ২০১০ সাল |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |