লৌকিক অলৌকিক pdf বই ডাউনলোড। আমার ছোটোদাদু সুশীল বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমার বাবার ছোটোমামা মস্তবড়ো একজন তান্ত্রিক ছিলেন। তারাপীঠে তিনিই প্রথম বামদেরবের মুর্তি সম্বলিত একটি মন্দির স্থাপন করেন। বামদেবের কালকুকুর কালুয়াও তারঁ পাশে আছেন। দ্বারকেশ্বর নদীর তীরে বিস্তীর্ণ একটি জায়গায় সুন্দর এই আশ্রম ও দ্বিতল মন্দির।
এই আশ্রমটির নাম বামদেব সঙ্ঘ। মন্দিরের দ্বিতলে বামদেবের শয়নকক্ষ । সেখানে তারঁ ত্রিশূল, কামন্ডলু, চিমটা ও বাঘছাল আছে। এখানে বসে গভীর ধ্যান করা যায়। আমার ছেলেবেলা কেটেছে একটা হানাবাড়িতে। বাড়িটার খুব বদনাম ছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ১৪তম খন্ড pdf বই ডাউনলোড
- অলৌকিক কিতাব আল কুরআন pdf বই ডাউনলোড
- অভিশপ্ত ইহুদীর ইতিহাস pdf বই ডাউনলোড
- অনিঃশেষ আলো ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- অলৌকিক প্রেম pdf বই ডাউনলোড
কিন্তু আমার পিতামহ ও পিতা ভূত- প্রেত বিশ্বাস করতেন না। আমার পিতামহ খুব-ই শিক্ষিত ছিলেন। নামকরা শিক্ষক। বরাহনগরের মানুষ, যারাঁ প্রাচীন, তারাঁ যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নামটি শুনলে কপালে হাত ঠেকিয়ে নমস্কার করতেন। আমার ঠাকুরদা ব্রক্ষদৈত্যকে গান শুনিয়েছিলেন। সেই সময়কার বরাহনগর, সিথিঁ,দমদম, ঘুঘুডাঙ্গা- এইসব অঞ্চল জঙ্গলাকীর্ণ ছিল। চোর ডাকাত , ঠ্যাঙাড়ে, ফাঁসুড়ে- কোনো কিছুর-ই অভাব ছিল না। যা যা থাকা উচিত সব-ই ছিল।
গোটাকতক খাল ছিল, তার মধ্যে একটার নাম দেতেঁর খাল। এই খালটি দক্ষিনেশ্বরের পাশে দিয়ে গঙ্গায় গিয়ে পড়েছে। এর-ই কাছাকাটি একটি অঞ্চলকে বলা হত খোসালেল মাঠ। এখানে প্রচুর ডাকাত ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ঞ একবার কলকাতা থেকে ফেরার পথে এদের পাল্লায় পড়েছিলেন।
আমার ঠাকুরদা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে পড়তেন, বর্তমানে যার নাম স্কটিশ চার্চ কলেজ। । তিনি হেটেঁ কলেজে যেতেন আবার সেই-ভাবে ফিরতেন সেকালের মানুষ নিজের দুটি পায়ের ওপর যথেষ্ট ভরসা রাখতেন। কালীচরণ ঘোষ রোডের মুখে শীতলা মন্দিরটি খুব-ই প্রাচীন। এদিকে তখন বড়ো বড়ো বাগানবাড়ি ছিল। বড়ো বড়ো মানুষ সেইসব বাগান বাড়ির মালিক ছিলেন। যেমন প্রাবন্ধিক ভূদের মুখোপাধ্যায়, শিল্পপতি এফ এন গুপ্ত, ব্রাক্ষবেণী পাল।
ঠাকুরদা খুব ভালো গান গাইতে পারতেন। তখণ সন্ধে হয়ে গেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এদিকে- ওদিকে লন্ঠন, কুপি জায়গায় জায়গায় জ্বলে উঠেছে। চারপাশে বড়ো বড়ো গাছ। বাদডরা রাতের চক্করে বেরিয়ে পড়েছে। শেয়ালরা প্রথম প্রহরের ডাক ডেকে গেছে। আমার ঠাকুরদা গান গােইতে গাইতে আসছেন। একতলা শীতলা মন্দিরের কাছে আসা মাত্র-ই মন্দিরের ছোট্ট ছাদ থেকে একটা ভারী গলা ভেসে এল- বেশ হচ্ছে, বেশ হচ্ছে। ঠাকুরদা ওপর দিকে তাকিয়ে বিরাট এক পুরুষকে দেখতে পেলেন।
নিচে লৌকিক অলৌকিক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | লাল মাটি প্রকাশক |
বইয়ের ধরণঃ | ভুতূরে |
বইয়ের সাইজঃ | 2.80 MB |
প্রকাশ সালঃ | ২০১০ |
বইয়ের লেখকঃ | সঞ্জীব চট্টোপাধ্যায় |
অনুবাদঃ |