শবে বরাত সঠিক দৃষ্টিকোণ
শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf বই ডাউনলোড। শব’একটি ফারসী শব্দ এর অর্থ রাত । বারায়াতকে যদি আরবী শব্দ ধরা হয় তাহলে এর অর্থ হচ্ছে সম্পর্কচ্ছেদ ,পরোক্ষ অর্থে মুক্তি । যেমন কুরআন মাজীদে সূরা বারায়াত রয়েছে যা সূরা তওবা নামে পরিচিত ।
ইরশাদ হয়েছে ঃ অর্থ আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা (সূরা তওবা আয়াতঃ ১) এখানে বারায়াত অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা ।
আরও দেখুনঃ রাসূলুল্লাহ সাঃ স্ত্রীগণ যেমন ছিলেন pdf বই ডাউনলোড
বারায়াত মুক্তি অর্থেও আল – কুরআনে এসেছে যেমন ঃ তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চেয়ে শ্রেষ্ঠ ? না কি তোমাদের মুক্তির সনদ রয়েছে কিতাবসমূহে ? ( সূরা কামার , আয়াতঃ ৩৪) আর বারায়াত শব্দক যদি ফারসী শব্দ ধরা হয় তাহলে উহার অর্থ হবে সৌভাগ্য । অতএব শবে বরাত শব্দটার অর্থ দাড়ায় মুক্তির রজনী , সম্পর্ক ছিন্ন করার রজনী ।
আমাদের শবে বরাত বিষয় জানা অনেক কিছুই রয়েছে।
অথবা সৌভাগ্যের রাত , যদি বরাত শব্দটিকে ফারসী শব্দ ধরা হয় । শবে বরাত শব্দটিকে যদি আরবীতে তরজমা করতে চান তাহলে বলতে হবে ‘লাইলাতুল বারায়াত ’ । এখানে বলে রাখা ভালো যে এমন অনেক শব্দ আছে যার রুপ বা উচ্চারণ আরবী ও ফারসী ভাষায় একই রকম কিন্তু ভিন্ন অর্থ । যেমন গোলাম শব্দটি আরবী ও ফারসী উভয় ভাষায় একই রকম লেখা হয় এবং একইভাবে উচ্চারণ করা হয় ।
আরও দেখুনঃ নামাযে কিভাবে মনোযোগী হবেন pdf বই ডাউনলোড
কিন্তু আরবীতে এর অর্থ হলো কিশোর আর ফারসীতে এর অর্থ হল দাস । সার কথাটি হলো বারায়াত শব্দটিকে আরবী শব্দ ধরা হলে উহার অর্থ সম্পর্কচ্ছেদ বা মুক্তি । আর ফারসী শব্দ ধরা হলে উহার অর্থ সৌভাগ্য । শবে বরাত বলুন আর লাইলাতুল বারায়াত বলুন কোন আকৃতিতে শব্দ্টি কুরআন মাজীদে খুজে পাবেন না সত্য কথাটাকে সহজ ভাবে বলতে গেলে বলা যায় পবিত্র কুরআন মাজিদে শবে বরাতের কোন আলোচনা নেই ।
সরাসরিতো দূরের কথা আকার ইংগিতেও নেই । অনেককে দেখা যায় শবে বরাতের গুরুত্ব আলোচনাকরতে যেয়ে সূরা দুখানের প্রথম চারটি আয়াত পাঠ করেন । আয়াতসমূহ হল ঃ হামীম শপথ সুস্পষ্ট কিতাবের । আমিতো এটা অবতীর্ন করেছি এক বরকত ময় রাতে আমিতো সতর্ককারী । এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় । (সূরা দুখান আয়াতঃ ১-৪)।
আরও দেখুনঃ রাসুল মুহম্মাদ সাঃ এর মুযেজা pdf বই ডাউনলোড
নিচে শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 1.48 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ