শবে বরাত সমাধান pdf বই ডাউনলোড। আরাবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রিটিকে শবে বরাত বলা হয়। আরাবীতে লায়লাতুল বারাআত ও লায়লাতুন নিছফ মিন শাবান বলা হয়। ভারতবর্ষে শবে বরাত নামেই পরিচিত ও প্রসিদ্ধ। নামটি একটি ফারসী ও একটি আরাবী শব্দের সমন্বয়ে গঠিত। শব শব্দটি ফারসী। যার অর্থ রাত। বারাআত শব্দটি আরাবী। যার অর্থ বিচ্ছেদ বা মুক্তি। বাংলাভাষী মুসলিমগণের নিকট ভাগ্য রজনী নামে সুপ্রসিদ্ধ।
শরীআতে ইসলামিয়াহর এই রাতটির ভিত্তি: শারীআতে ইসলামিয়ায় শাবান মাসের বিশেষ ফযীলত রয়েছে, এতে কারো দ্বিমত নেই। রাছূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিভিন্ন হাদীছের মাধ্যমে এই মাসটির ফযীলত সাব্যস্থ হয়েছে।
আরও বই ইসলামিক বই দেখুনঃ
- কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত pdf বই ডাউনলোড
- শাবান ও শবে বরাত pdf বই ডাউনলোড
- শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf বই ডাউনলোড
- কুরআন হাদীসের আলোকে শবে বরাত pdf বই
- রমজান ও রোযা pdf বই ডাউনলোড
একটি হাদীছে এসেছে: যখন রাজাব মাস উপস্থিত হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআ পড়তেন ”আল্লাহুম্মা বারিক লানা ফী শাহরাই রজাবা ওয়া শা’বানা ওয়া বাল্লিগনা রমাযান” অর্থাৎ- হে আল্লাহ আমাদেরকে বরকত দান কর দুটি মাস রাজাব ও শাবানে এবং রমাযান মাস পর্যন্ত পৌঁছাও। এই হাদীছটিতে যেমন শাবানের ফযীলত সাব্যস্ত হয়েছে তেমনি রাজাবেরও ।
ইমাম ইবনে তাইমিয়াহ বলেনঃ এই একটিই ছহীহ হাদীছ- যার মাধ্যমে রাজাব মাসের ফযীলত সাব্যস্ত হয়। এই হাদীছটি ব্যতীত আর যত হাদীছ রাজাবের ফযীলতের উপর বর্ণনা করা হয় সবগুলিই জাল বানোয়াট। আরো একটি হাদীছ যার মাধ্যমে শা’বানের ফযীলত সাব্যস্ত হয়- উম্মু সালামাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে একাধারে দু মাস সওম পালন দেখিনি শুধু শাবান ও রমাযান ছাড়া। (তিরমিযী, তুহফাহ সহ ৩/৩৬০, হা: নং ৭৩৩, দারুল কুতুব আল ইলমিয়াহ, বৈরুত-১৯৯০)।
পুরা শা’বান সওম পালন অর্থ প্রায় পুরা মাস, অল্প কিছুদিন বাদ দিয়ে। দেখুন হাদীছটির সংশ্লিষ্ট আলোচনা উপরোক্ত কিতাব ও তার ভাষ্যে। বিশেষভাবে রাত্রিটি প্রসঙ্গে আলোচনা: রাত্রিটি ফযীলতের উপর একটি খাঁটি ও খালেজ ছহীহ হাদীছ পৃথিবীর কোন হাদীছের গ্রন্থে বর্ণিত হয়নি। তবে দুর্বল অথবা জাল সূত্রে নয়জন ছাহাবী থেকে মোট নয়টি হাদীছ বর্ণনা করা হয়েছে।
৮টি বর্ণনার বক্তব্য প্রায় একরূপ। আর তা হচ্ছে এই যে, আল্লাহ শা’বান মাসের ১৫ তারিখের রাতে দুনিয়ার নিকট আসমানে নেমে আসেন এবং বহু বান্দাকে ক্ষমা করে দেন। কোন বর্ণনায় এসেছে ”কালব” গোত্রের ছাগল সমুহের লোম পরিমাণ গুনাহ বা গুনাহগারকে ক্ষমা করে দেন। (তিরমিযী হা: নং ৭৩৬, ইবনু মাজাহ হা: নং ১৩৮৯)।
নিচে শবে বরাত সমাধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | তাওহীদ পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | শবে বরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.59 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম |